australia cricket

Australia Vs New Zealand: ওমিক্রন আতঙ্কে জারি কড়া বিধিনিষেধ, স্থগিত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর

২৪ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দু’দেশের মধ্যে তিনটি এক দিনের ম্যাচ ও একটি টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১০:০১
Share:

করোনা আতঙ্কে সিরিজ স্থগিত ফাইল চিত্র

ওমিক্রন সংক্রমণের জেরে কড়াকড়ি করা হয়েছে বিধিনিষেধে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের ও টি২০ সিরিজ স্থগিত ঘোষণা করল নিউজিল্যান্ড। পরে কবে সেই সিরিজ হবে সেই সূচি দু’দেশের বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে বলে জানানো হয়েছে।

Advertisement

২৪ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দু’দেশের মধ্যে তিনটি এক দিনের ম্যাচ ও একটি টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল। এই প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ ডেভিড হোয়াইট বলেন, ‘‘ওমিক্রন ছড়ানোর পরে নিউজিল্যান্ড সরকারের নীতিতে বদল হয়েছে। এখন কোনও দেশ থেকে নিউজিল্যান্ডে এলে ১০ দিনের বাধ্যতামূলক নিভৃতবাস কাটাতে হবে। সেটা ক্রিকেটারদের পক্ষে খুব কঠিন।’’

ডেভিড আরও বলেন, ‘‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে এখন এই সিরিজ এখন হবে না। পরে সময় সুযোগ দেখে সূচি তৈরি করা হবে।’’

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে বলেন, ‘‘আমরা জানি এই সিদ্ধান্তে দর্শকরা হতাশ হবেন। কিন্তু বিশ্ব জুড়ে যে অতিমারি চলছে তাতে সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement