East Bengal

East Bengal: বৃষ্টির দাপটে মহিলা টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে জয়ী ইস্টবেঙ্গল

শুরু হয়ে গেল সিএবি আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই জিতে শুরু করল ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৫
Share:

বৃষ্টির দাপট। নিজস্ব চিত্র

কল্যাণীতে শুরু হয়ে গেল সিএবি আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই জিতে শুরু করল ইস্টবেঙ্গল। তারা ৩৫ রানে হারিয়েছে এরিয়ান ক্লাবকে। ব্যাটে-বলে দাপট বৃষ্টি মাঝির।

Advertisement

প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে। ওপেনার বৃষ্টি মাঝি দলের সর্বোচ্চ রান করেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩১ রান করেন তিনি। আর এক ওপেনার অঙ্কিতা চক্রবর্তী ১৮ রান করেন। তবে বাকি ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেননি। বোলিংয়ের সময়েও দেখা যায় বৃষ্টির দাপট। ৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে বিপক্ষের ৩টি উইকেট তুলে নেন তিনি। ঝামিয়া খাতুন (২২) বাদে এরিয়ানের হয়ে বড় রান পাননি কেউ। ব্যর্থ ভারতীয় দলের সদস্য বণিতা বিআর-ও। ৮ উইকেটে ৬২ রানের বেশি তুলতে পারেনি এরিয়ান।

দিনের অন্য খেলায় টাউন ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান ক্লাব। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৮২ রান তুলেছিল টাউন। সর্বোচ্চ অঙ্কিতা বর্মনের ৩২। রাজস্থানের অনন্য হালদার ২১ রানে ৫ উইকেট নেন। জবাবে রূপা দত্তের অপরাজিত ৩৯ রানের সৌজন্যে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement