East Bengal

CAB Women’s T20 League: অব্যাহত বৃষ্টির দাপট, মহিলা টি২০ লিগের দ্বিতীয় ম্যাচে কালীঘাটকে হারাল ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার রাজস্থান ক্লাবের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে জয়ের হ্যাটট্রিক করতে চাইবে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৭
Share:

জয়ী ইস্টবেঙ্গল দল নিজস্ব চিত্র

সিএবি আয়োজিত মহিলাদের টি২০ লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ইস্টবেঙ্গল। ২১ রানে কালীঘাট ক্লাবকে হারাল তারা। জয়ের কারিগড় সেই বৃষ্টি মাঝি। ব্যাটে-বলে নজর কাড়লেন তিনি। তাঁর দাপটেই পর পর দু’ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা।

Advertisement

বুধবার কল্যাণীর বিসিএ মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৪ রান করে ইস্টবেঙ্গল। দলের হয়ে ৫০ বলে সর্বোচ্চ ৪১ রান করেন বৃষ্টি। জবাবে ব্যাট করতে নেমে ১০৩ রানে অলআউট হয়ে যায় কালীঘাট। বল হাতেই বড় ভূমিকা নেন বৃষ্টি। ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ২১ রানে ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের সেরাও হন বৃষ্টি।

এর আগে প্রথম ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে ৯৭ রান করেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচেও ওপেনার বৃষ্টি মাঝি দলের হয়ে সর্বোচ্চ রান করেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩১ রান করেন তিনি। বোলিংয়ের সময়েও দেখা যায় বৃষ্টির দাপট। ৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে বিপক্ষের ৩টি উইকেট তুলে নেন তিনি। ৩৫ রানে ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল।

Advertisement

বৃহস্পতিবার রাজস্থান ক্লাবের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে জয়ের হ্যাটট্রিক করতে চাইবে তারা। ফের এক বার বৃষ্টি ম্যাজিক হয় কি না সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement