যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
সিরিজ় হাতছাড়া হওয়ার পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে ভারতীয় দলের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য, টম লাথামদের বিরুদ্ধে জিততেই হবে রোহিত শর্মাদের। এমন গুরুত্বপূর্ণ টেস্টে যশপ্রীত বুমরার পরিবর্তে মহম্মদ সিরাজকে খেলানোর পরামর্শ দিয়েছেন দীনেশ কার্তিক।
ভারত-নিউ জ়িল্যান্ড তৃতীয় টেস্টের গুরুত্ব অজানা নয় ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটারের। তবু সিরাজ়কে খেলিয়ে বুমরাকে বিশ্রাম দেওয়ার পক্ষে তিনি। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে বুমরাকে তরতাজা অবস্থায় দরকার ভারতের। কার্তিক বলেছেন, ‘‘বুমরার বিশ্রাম দরকার। এটা নিয়ে দ্বিধা থাকতে পারে না। ওর পরিবর্তে মুম্বইয়ে সিরাজকে খেলানো হোক। কারও চোট ছাড়া দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে আর কোনও পরিবর্তনের দরকার নেই। আর কোনও ব্যাটার বা বোলারকে নিয়ে আমার চিন্তা নেই।’’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন কার্তিক। সেই সূত্রে প্রাক্তন সতীর্থদের সঙ্গে প্রায় নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। কার্তিক বলেছেন, ‘‘সিরিজ় হাতছাড়া হওয়ার হতাশা এখনও আমার মধ্যে রয়েছে। একটুও ভাল লাগছে না। সঠিক প্রথম একাদশ কী হওয়া উচিত, সেটা নিয়ে ভাবছি না। বলতে পারেন ভাবার মতো পরিস্থিতিতে নেই। সত্যি বলতে এত কম সময় সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে আমাকে সিদ্ধান্ত নিতে বলা হলে, বুমরাকে বিশ্রাম দিয়ে সিরাজকে প্রথম একাদশে রাখব।’’
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর সিরিজ়। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট পার্থে। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ়ে জোরে বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ভারতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ়। সেখানে বুমরাকে যাতে সম্পূর্ণ তরতাজা ভাবে পাওয়া যায়, তা নিশ্চিত করার কথা বলেছেন কার্তিক।