IPL 2024

১৫ মাস আগে কোনও গাড়ি দুর্ঘটনাই হয়নি পন্থের! প্রত্যাবর্তনের মঞ্চে বুঝিয়ে দিলেন ঋষভ

চোট সারিয়ে মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাস পরে খেলতে নেমে পন্থ জানিয়ে দিলেন, গাড়ি দুর্ঘটনার কথা ভাবতেই চাইছেন না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৫:২৫
Share:

১৫ মাস পরে মাঠে নামলেন ঋষভ পন্থ। ছবি: এক্স।

২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৩ মার্চ। মাঝে দীর্ঘ ১৫ মাস। খেলার মাঠে দেখা যায়নি ঋষভ পন্থকে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তখন সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে উঠেছেন পন্থ। শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে অবশ্য গাড়ি দুর্ঘটনার কথা মনেই করতে চাইছেন না পন্থ।

Advertisement

পঞ্জাব কিংসের বিরুদ্ধে টসের পরে পন্থকে প্রশ্ন করা হল সেই দুর্ঘটনা নিয়ে। সেখান থেকে ফিরে আসা নিয়ে। জবাবে পন্থ বললেন, “এই মুহূর্ত আমার কাছে খুব আবেগের। কিন্তু খুব বেশি ভাবছি না। দুর্ঘটনার কথা এখন মনে রাখতে চাই না। এত দিন পরে মাঠে নেমেছি। খেলা উপভোগ করতে চাই।”

গত মরসুমে খেলতে পারেননি পন্থ। তাঁর জায়গায় অধিনায়কত্ব করেছিলেন ডেভিড ওয়ার্নার। খুব একটা ভাল ফল হয়নি দিল্লির। প্রতিযোগিতার শেষ দিকে দিল্লিতে দু’একটি ম্যাচে খেলা দেখতে গিয়েছিলেন পন্থ। তখন অবশ্য ক্র্যাচ হাতে হাঁটতে হচ্ছিল তাঁকে। এ বার পুরনো জায়গায় ফিরেছেন পন্থ। আরও এক বার দিল্লির অধিনায়ক তিনি।

Advertisement

গত মরসুমের কথা খুব একটা ভাবতে রাজি নন পন্থ। তিনি বললেন, “গত মরসুমে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই সব কথা এখন ভাবতে রাজি নই। এ বার নতুন মরসুম। আমরা ভাল করে প্রস্তুতি নিয়েছি। এ বার ভাল ফল করতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement