David Warner

David Warner: অবসরের আগে ভারতের মাটিতে ভারতকে হারাতে চান ওয়ার্নার

ইংল্যান্ডে ২০২৩ সালে ফেরার সময় ওয়ার্নারের বয়স ৩৭ ছাড়িয়ে যাবে। তবে অজি ওপেনার তাতে চিন্তিত নন। বরং অনুপ্রেরণা পাচ্ছেন এক ইংরেজের থেকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ২১:১১
Share:

ডেভিড ওয়ার্নার। ফাইল ছবি

ঘরের মাঠে অ্যাশেজ জেতা হয়ে গিয়েছে। টেস্ট থেকে অবসর নেওয়ার আগে এ বার ডেভিড ওয়ার্নারের দুটোই স্বপ্ন বাকি — ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতা এবং ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হারানো। তা হলেই জীবনের লক্ষ্য পূরণ হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।

Advertisement

এক ক্রিকেট ওয়েবসাইটে ওয়ার্নার বলেছেন, “আমরা এখনও ভারতে ওদের হারাতে পারিনি। সেটা করতেই হবে। ইংল্যান্ডের মাটিতে জেতাটাও অবশ্যই আমাদের মাথায় রয়েছে। ২০১৯ সালে ড্র করে ফিরেছিলাম আমরা। যদি সুযোগ পাই, তা হলে ইংল্যান্ডে আবার ফিরতে চাই।”

ইংল্যান্ডে ২০২৩ সালে ফেরার সময় ওয়ার্নারের বয়স ৩৭ ছাড়িয়ে যাবে। তবে অজি ওপেনার তাতে চিন্তিত নন। তিনি বরং অনুপ্রেরণা পাচ্ছেন এক ইংরেজের থেকেই। তিনি জেমস অ্যান্ডারসন, চল্লিশ বছরেও যাঁর বলের ঝাঁজ একটুও কমেনি।

Advertisement

ওয়ার্নার বলেছেন, “এখনকার দিনে বয়সী ক্রিকেটারদের সামনে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে জেমস অ্যান্ডারসন। আমাদের এখন বয়স হচ্ছে। সবাই ওকে দেখেই শিখছি। তবে ব্যক্তিগত ভাবে বলতে পারি, নিজের দক্ষতা কাজে লাগিয়ে সেরাটা দিতে যতদিন পারব ততদিনই থাকব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement