Rahul Dravid

Rahul Dravid: সম্মানিত দ্রাবিড়, সেঞ্চুরিয়নে ঘন্টা বাজিয়ে চতুর্থ দিনের খেলার সূচনা করলেন ভারতীয় কোচ

ঘন্টাধ্বনির সাহায্যে ম্যাচ শুরু করার প্রথা প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডের ঐতিহ্যশালী স্টেডিয়াম লর্ডসে। পরে তা বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৭:৩৯
Share:

ম্যাচ শুরু করছেন দ্রাবিড়। ছবি টুইটার

সম্মান জানানো হল রাহুল দ্রাবিড়কে। বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টের চতুর্থ দিনে ঘন্টা বাজিয়ে খেলা শুরু করলেন ভারতীয় দলের কোচ। নেটমাধ্যমে সেই ছবি পোস্ট করেছে বিসিসিআই।

Advertisement

ঘন্টাধ্বনির সাহায্যে ম্যাচ শুরু করার প্রথা প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডের ঐতিহ্যশালী স্টেডিয়াম লর্ডসে। পরে তা বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়ে। কলকাতার ইডেন গার্ডেন্সেও ঘন্টা বাজিয়ে খেলা শুরুর রীতি রয়েছে। একই জিনিস রয়েছে সেঞ্চুরিয়নেও।

এ দিকে, চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের লিড ২৫০ পেরিয়ে গিয়েছে। সেঞ্চুরিয়নে ২৪৯ রানের বেশি কোনও দলই তাড়া করে জিততে পারেনি। ফলে দক্ষিণ আফ্রিকাকে এই টেস্ট বাঁচাতে গেলে যে অসাধ্য সাধন করতে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতের ব্যাটাররা খুব একটা দাপট দেখাতে পারেননি। প্রথম ইনিংসে শতরানকারী কেএল রাহুল ২৩ রানে ফিরে যান। বিরাট কোহলী এবং চেতেশ্বর পুজারার ব্যাটে রানের খরা অব্যাহত। কোহলী ১৮ এবং পুজারা ১৬ রানে ফিরে যান। মাত্র ২০ করেছেন অজিঙ্ক রহাণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement