দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ সালে অভিষেক হয় নোখিয়ের। —ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে আইপিএলের মালিকদেরই দাপট। সেই সব দলে আইপিএলের ক্রিকেটারদেরই ধরে রাখতে দেখা যাচ্ছে। দিল্লি ক্যাপিটালস দলের মালিক দক্ষিণ আফ্রিকায় কিনেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। সেই দলে সই করলেন এনরিখ নোখিয়ে এবং মিগায়েল প্রিটোরিয়াস।
প্রিটোরিয়া দলের মালিক পার্থ জিন্দল বলেন, “দিল্লি ক্যাপিটালস দলের গুরুত্বপূর্ণ সদস্য নোখিয়ে। তাই দক্ষিণ আফ্রিকায় যখন আমরা এলাম, তাই ওকে ছাড়া অন্য কাউকে নেওয়ার কথা ভাবিনি। দিল্লির হয়ে যেমন ভাবে খেলতে দেখা গিয়েছে নোখিয়েকে, আশা করব প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়েও সেই ভাবে খেলবে ও।”
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ সালে অভিষেক হয় নোখিয়ের। দিল্লির হয়ে ৩০টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় যে টি-টোয়েন্টি লিগ হবে তাতে খেলবে ছ’টি দল। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলবে এই লিগে। পরের বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতা হওয়ার কথা।