Ravichandran Ashwin

মাঁকড়ীয় আউট করে বিতর্কে জড়িয়েছিলেন, নিজেই সেই ফাঁদে পা দিতে দিতে বাঁচলেন অশ্বিন

আইপিএলে মাঁকড়ীয় আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার নিজেই সেই ভাবে আউট হতে পারতেন তিনি। বেঁচে গেলেন অশ্বিন। বোলার সতর্ক করে ছেড়ে দেন তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১৫:১৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

আইপিএলে জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার পর থেকে ক্রিকেটে যত বার এই ভাবে কোনও ব্যাটার আউট হয়েছেন বা আউট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তত বার তাঁর নাম উঠে এসেছে। এ বার নিজেই সেই ভাবে আউট হতে পারতেন তিনি। বেঁচে গেলেন অশ্বিন। বোলার সতর্ক করে ছেড়ে দেন তাঁকে।

Advertisement

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে। সেখানে ডিন্ডিগুল ড্র্যাগনসের অধিনায়ক অশ্বিন। তাঁদের খেলা ছিল নেল্লাই রয়্যাল কিংসের বিরুদ্ধে। ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন মোহন প্রশান্ত। অশ্বিন তখন নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন। মোহন বল করার আগেই ক্রিজ় ছেড়ে এগিয়ে যান তিনি। অশ্বিনকে দেখে বল করা থামিয়ে দেন মোহন। তা দেখে অশ্বিন তাড়াতাড়ি ক্রিজ়ে ঢোকেন। মোহন তাঁকে আউট করার চেষ্টা করেননি। তবে এক বার সতর্ক করে দেন।

ঘটনার রিপ্লে দেখলে বোঝা যাবে, অশ্বিন ক্রিজ়ে ঢোকার চেষ্টা করলেও তাঁর ব্যাট ক্রিজ়ের দাগের উপরে ছিল। ভিতরে ঢোকেনি। অর্থাৎ, সেই সময় মোহন উইকেটে বল লাগালে অশ্বিন আউট হয়ে যেতেন।

Advertisement

অশ্বিন যখন বাটলারকে মাঁকড়ীয় আউট করেছিলেন, তখন অনেক বিতর্ক হয়েছিল। সেই সময় এই ধরনের আউট ক্রিকেটের নিয়মে ছিল না। পরে তা নিয়মে অন্তর্ভুক্ত হয়। তার পরেও দু’রকমের মনোভাব দেখান বোলারেরা। কেউ নিয়মের মধ্যে থেকে এ ভাবে আউট করার চেষ্টা করেন। আবার কেউ ক্রিকেটীয় আদর্শের কথা মাথায় রেখে আউট করেন না। ব্যাটারকে সতর্ক করে দেন। মোহন দ্বিতীয় কাজটি করায় বেঁচে যান অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement