Abhishek Sharma

বিমান ধরতে পারলেন না ভারতীয় ক্রিকেটার অভিষেক, তোপ দাগলেন ইন্ডিগোর বিরুদ্ধে

ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় আসার আগে সোমবার বন্ধুদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিলেন অভিষেক। অথচ দিল্লি বিমানবন্দরে বিমান সংস্থার কয়েক জন কর্মীর জন্য দিনটাই মাটি হল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩২
Share:

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

এক দিনের ছুটি ছিল। সেটাও নষ্ট। বিমান সংস্থার উপর রেগে লাল অভিষেক শর্মা। ভারতীয় দলের তরুণ ব্যাটার সমাজমাধ্যমে এক হাত নিয়েছেন বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোকে।

Advertisement

আগামী ২২ জানুয়ারি শুরু হবে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। তার আগে কয়েক দিনের প্রস্তুতি শিবির হবে ইডেন গার্ডেন্সে। কলকাতায় আসার আগে সোমবার বন্ধুদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিলেন অভিষেক। অথচ ইন্ডিগোর কয়েক জন কর্মীর জন্য দিনটাই মাটি হয়েছে তাঁর। সমাজমাধ্যমে এমনই অভিযোগ অভিষেকের। তাঁর বক্তব্য, বিমান ধরার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছেও বিমান ধরতে পারেননি। বিমান সংস্থার এক কর্মী অযথা সময় নষ্ট করানোয় তাঁর দিনটি নষ্ট হয়েছে।

সমাজমাধ্যমে ক্ষুব্ধ অভিষেক লিখেছেন, ‘‘দিল্লি বিমানবন্দরে জঘন্য অভিজ্ঞতা হল ইন্ডিগো সম্পর্কে। কর্মীদের আচরণ গ্রহণযোগ্য ছিল না। বিশেষ করে কাউন্টার ম্যানেজার সুস্মিতা মিত্তলের আচরণ। নির্দিষ্ট সময়ের মধ্যেই সঠিক কাউন্টারে পৌঁছে গিয়েছিলাম। আমাকে অযথা অন্য একটি কাউন্টারে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর আমাকে বলা হয় চেক-ইন বন্ধ হয়ে গিয়েছে। ফলে আমি আর বিমানে উঠতে পারিনি। আমার এক দিনের ছুটি ছিল। বিমান ধরতে না পারায় দিনটা পুরো নষ্ট হল। বিমান সংস্থা থেকে পরেও কোনও সহযোগিতা পেলাম না। বিমানবন্দরে এটাই এখনও পর্যন্ত আমার সব চেয়ে খারাপ অভিজ্ঞতা। এত খারাপ ব্যবস্থা এবং কর্মীদের সামনে আগে কখনও পড়তে হয়নি আমাকে।’’

Advertisement

বিজয় হজারে ট্রফিতে ভাল ফর্মে রয়েছেন অভিষেক। আটটি ম্যাচে ৪৬৭ রান করেছেন পঞ্জাবের হয়ে। একটি শতরান এবং তিনটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সূর্যকুমার যাদবের দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত ইনিংস শুরু করবেন বাঁহাতি ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement