রাজকুমারের দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। সীমিত ওভারের ক্রিকেটে আয়ুষ বাদুনি দিল্লির অন্যতম সেরা ব্যাটার। কিন্তু তাঁকে সে রকম সুযোগ দেননি কোচ। ফাস্ট বোলার সিমরজিৎ সিং, মায়াঙ্ক যাদবের মতো প্রতিভাবান ক্রিকেটারদেরও ঠিক মতো সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
—ফাইল চিত্র
রাজকুমার শর্মা এবং অন্য কোচিং স্টাফদের আর আগামী মরসুমে রাখবে না দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। শেষ দু’বছরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় খারাপ পারফরম্যান্সের জেরে সিনিয়র দলের প্রধান কোচ সহ পুরো দলকেই বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ডিডিসিএ।
রাজকুমার শর্মা ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম। বিরাট কোহলীর ছোটবেলার কোচ তিনি। পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার। কিন্তু পর পর দু’মরসুম খারাপ পারফরম্যান্সের জেরে তাঁর উপর আর আস্থা রাখতে পারছেন না দিল্লির ক্রিকেট কর্তারা। উল্লেখ্য এবারও দিল্লি রঞ্জি ট্রফির নট আউট পর্বে পৌঁছতে পারেনি। এমনকী গ্রুপের ম্যাচে ঝাড়খণ্ডের কাছেও হেরেছে দিল্লি। বিজয় হজারে এবং সৈয়দ মুস্তাফা আলি ট্রফিতেও হতাশজনক পারফরম্যান্স করেছে দিল্লি।
রাজকুমারের দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। সীমিত ওভারের ক্রিকেটে আয়ুষ বাদুনি দিল্লির অন্যতম সেরা ব্যাটার। কিন্তু তাঁকে সে রকম সুযোগ দেননি কোচ। ফাস্ট বোলার সিমরজিৎ সিং, মায়াঙ্ক যাদবের মতো প্রতিভাবান ক্রিকেটারদেরও ঠিক মতো সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ডিডিসিএ সভাপতি রোহন জেটলি বলেছেন, ‘‘দলের পারফরম্যান্স অত্যন্ত হতাশজনক। মদনলাল, বিনয় লাম্বা, সুনীল ভালসনদের নিয়ে আমরা একটা কমিটি তৈরি করেছি। তাঁরা আগামী পরিকল্পনা ঠিক করবেন।’’ অনূর্ধ্ব ১৬ পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তিনি। গৌতম গম্ভীরের অবসরের পর একমাত্র ঋষভ পন্থ ছাড়া তেমন কেউ জাতীয় স্তরে উঠে আসেনি দিল্লি থেকে। আগামী দিনে যাতে দিল্লি থেকে আরও ক্রিকেটার উঠে আসতে পারে, সেই লক্ষ্যে পরিকল্পনা নিতে চায় ডিডিসিএ। যশ ঢুলের মতো ক্রিকেটাররা যাতে হারিয়ে না যান, সেদিকে নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন ডিডিসিএ সভাপতি।