Rohit Sharma

Virat Kohli: ভারতীয় ক্রিকেটে বেড়া ভাঙতে পারে, কোহলী-রোহিতদের নিয়ে বড় ভাবনা বোর্ডের

বিদেশে ক্রমশ বাড়ছে আইপিএলের জনপ্রিয়তা। বাইরের দেশে কোহলীরা খেলতে গেলে জনপ্রিয়তা আরও বাড়বে। বোর্ডও তাই এ ব্যাপারে ভাবনাচিন্তা করছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৭:২১
Share:

কোহলীদের নিয়ে বড় ভাবনা বোর্ডের ফাইল ছবি

বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে অবশেষে হয়তো খেলার সুযোগ পেতে চলেছেন বিরাট কোহলী, রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডে এমনই ভাবনাচিন্তা চলছে। সিদ্ধান্ত নেওয়া হলে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে। বিদেশে আইপিএলের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Advertisement

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ছ’টি দল কিনেছেন ভারতের আইপিএলের মালিকরা। সেখানে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দিলে জনপ্রিয়তা অনেক বাড়বে। আর্থিক ভাবে পুষ্ট হবে দক্ষিণ আফ্রিকা বোর্ডও। কারণ তারা আগেই স্বীকার করে নিয়েছে, ভারতের বিরুদ্ধে খেলা ছাড়া আর্থিক ভাবে লাভবান হওয়ার আর কোনও রাস্তা তাদের সামনে খোলা নেই।

বোর্ডের সূত্রে খবর, সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এক ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেছেন, “আইপিএলের বেশ কিছু দল, যাদের বিদেশের লিগে অংশীদারিত্ব রয়েছে, তারা বিসিসিআই-কে অনুরোধ করেছে সেই লিগগুলিতে ভারতীয় ক্রিকেটারদের খেলানোর জন্য। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে। এটা একটু বিতর্কিত বিষয়। আইপিএল সফল হয়েছে কারণ শুধুমাত্র এখানেই ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেখা যায়। সেট আমরা হারাতে চাই না। তবে ভবিষ্যতে চিত্রটা বদলাতেও পারে।”

Advertisement

ভারতের মহিলা ক্রিকেটাররা বিদেশি লিগে খেলতে পারলেও পুরুষ ক্রিকেটারদের সেই অনুমতি নেই। ফলে বিরাট কোহলী, রোহিত শর্মাদের এখনও অন্যত্র গিয়ে খেলতে দেখা যায়নি। বিসিসিআই অনুমতি দিলে তারা বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা দক্ষিণ আফ্রিকার লিগে খেলতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement