রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন ফিনিশার রিঙ্কু সিংহ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে উঠে আসা বাঁহাতি ব্যাটার দক্ষতার পরিচয় দিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেটেও। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই উত্তরপ্রদেশের হয়ে রান পেলেন রিঙ্কু।
লাল বলের ক্রিকেটেও চাপের মুখে রুখে দাঁড়ালেন রিঙ্কু। ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে কেরলের বিরুদ্ধে চাপে পড়ে যাওয়া উত্তরপ্রদেশকে লড়াইয়ে ফেরালেন তিনি। প্রথম দিনের শেষে কেকেআর ব্যাটার অপরাজিত রয়েছেন ৭১ রানে। ২২ গজে তাঁর সঙ্গী উইকেটরক্ষক ধ্রুব জুরেল (অপরাজিত ৫৪)। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা তুলেছেন ১২০ রান। রঞ্জি ট্রফির প্রথম দিন রিঙ্কুই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁদের লড়াইয়ে দিনের শেষে উত্তরপ্রদেশের রান ৫ উইকেটে ২৪৪।
লাল বলের ক্রিকেটেও রিঙ্কু নিজের সহজাত আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেছেন। ২০ ওভারের ক্রিকেটে যিনি প্রায় প্রতি বলেই ছক্কা হাঁকাতে ওস্তাদ, সেই রিঙ্কু ছয় মারবেন না তা কি হয়। শুক্রবার সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে ১০৩ বলের অপরাজিত ইনিংসে দু’বার মাঠের বাইরে বল উড়িয়ে দিয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চারও।
কেকেআরের ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের ভরসা হয়ে ওঠার পর প্রথম শ্রেণির ক্রিকেটেও ভরসা যোগাচ্ছেন। ক্রিকেটার হিসাবে দ্রুত পরিণত হচ্ছেন রিঙ্কু।