News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৫

টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। কী অবস্থায় ঘূর্ণিঝড়ের গতিবিধি। উদ্বেগজনক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। ভূত চতুর্দশী পালন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ০৭:৫৪
Share:

পাকিস্তান ম্যাচের আগে প্রস্তুতিতে (বাঁ দিক থেকে) রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং বিক্রম রাঠৌর। ছবি: বিসিসিআই

টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ

Advertisement

আজ, রবিবার টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মহারণ। রোহিত শর্মাদের সঙ্গে লড়াই বাবর আজমদের। দীর্ঘ ৩৭ বছর পর মেলবোর্নে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।

ঘূর্ণিঝড়ের গতিবিধি

Advertisement

নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তার পরেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। যার জেরে কালীপুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ নজর থাকবে ঘূর্ণিঝড় সিত্রংয়ের দিকে।

ভূত চতুর্দশী

আজ ভূত চতুর্দশী। কালীপুজোর আগের দিনে প্রথা মেনে এটি পালন করা হয়। এ দিন অনেক বাঙালি দুপুরে চোদ্দ রকমের শাক খান। সন্ধ্যায় চোদ্দটি প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়। এই সংক্রান্ত বিভিন্ন খবরের দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা

আজ টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার খেলা রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হবে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিগত কয়েক বছরের মধ্যে ২০১৯ সালে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এ বছর যে হারে ডেঙ্গি বাড়ছে দিন কয়েকের মধ্যে তা ওই রেকর্ড ছুঁয়ে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। প্রতি দিনই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে। এমতাবস্থায় আজ রাজ্যের আক্রান্তের সংখ্যা বাড়ল কি না, সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement