Chris Gayle

চার বলে চার ছক্কা, গম্ভীরের দলের বিরুদ্ধে বিধ্বংসী ক্রিস গেল, ‘বুড়ো’ হাড়ে ভেল্কি

বয়স হলেও এখনও কতটা বিধ্বংসী হতে পারেন তা দেখিয়ে দিলেন ক্রিস গেল। লেজেন্ডস লিগ ক্রিকেটে গৌতম গম্ভীরের দলের বিরুদ্ধে চার বলে টানা চারটি ছক্কা মেরেছেন গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ ১৯:২৮
Share:

ক্রিস গেল। —ফাইল চিত্র

এখনও বিধ্বংসী ক্রিকেট খেলতে পারেন ক্রিস গেল। বয়স হলেও যে তাঁর গায়ের জোর কমেনি তা আরও এক বার দেখিয়ে দিলেন তিনি। লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। টানা চার বলে চারটি ছক্কা মারেন গেল। তার পরেও অবশ্য ম্যাচ জিততে পারেননি তিনি।

Advertisement

লেজেন্ডস লিগ ক্রিকেটের এলিমিনেটরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান করে ইন্ডিয়া ক্যাপিটালস। দলের অধিনায়ক গম্ভীর ৩০ বলে ৫১ রান করেন। কেভিন পিটারসেন, রভম্যান পাওয়েলদের ব্যাটে ২০০ পার করে ক্যাপিটালস।

জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী ক্রিকেট খেলা শুরু করেন গেল। দেশীয় সতীর্থ অ্যাশলি নার্সের ওভারে টানা চার বলে চারটি ছক্কা মারেন তিনি। সেই ওভারে ওঠে ২৯ রান। যত ক্ষণ গেল ছিলেন তত ক্ষণ চাপে ছিল ক্যাপিটালসের। ম্যাচ জেতার সুযোগ ছিল গুজরাত জায়ান্টসের।

Advertisement

গেলকে সঙ্গ দেন কেভিন ও’ব্রায়েন। ৩৩ বলে ৫৭ রান করেন তিনি। ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলে ইসুরু উদানা আউট করেন গেলকে। বড় ধাক্কা খায় গুজরাত। শেষ পর্যন্ত ২১১ রানে আটকে যায় তারা। ১২ রানে হারতে হয় পার্থিব পটেলের দলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement