Cheteshwar Pujara

Cheteshwar Pujara: কাউন্টি খেলতে নামলেন পুজারা, সঙ্গী কে জানেন?

ভিসা সমস্যা কাটিয়ে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন আগেই। এ বার কাউন্টি খেলতেও নেমে গেলেন চেতেশ্বর পুজারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৮:৫৪
Share:

ইংল্যান্ডে নামলেন পুজারা ফাইল ছবি

ভিসা সমস্যা কাটিয়ে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন আগেই। এ বার কাউন্টি খেলতেও নেমে গেলেন চেতেশ্বর পুজারা। বৃহস্পতিবার ডার্বিশায়ারের বিরুদ্ধে সাসেক্সের হয়ে মাঠে নামতে দেখা গেল তাঁকে। সঙ্গে পেলেন পরিচিত একজনকেও। তিনি পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। কাউন্টিতে যাঁর এ দিনই অভিষেক হল।

ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিতই খেলেন পুজারা। কিন্তু রিজওয়ানের এমন অভিজ্ঞতা এই প্রথম। দু’জনেই প্রথম একাদশে সুযোগ পান। সাসেক্স প্রথমে ফিল্ডিং করছে। রিজওয়ান এর মধ্যেই দু’টি ক্যাচ নিয়ে ফেলেছেন। দ্বিতীয় দিন হয়তো দু’জনে ব্যাট করার সুযোগ পেতে পারেন।

Advertisement

দুই ক্রিকেটারই এই মুহূর্তে জীবনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পুজারা যেখানে কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের টেস্ট দলে ফেরার চেষ্টা করছেন। তেমনই রিজওয়ান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সেরা উইকেটকিপার হিসেবে প্রতিষ্ঠা করার অপেক্ষায় রয়েছেন। টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেট দু’টি ফরম্যাটেই তাঁর রেকর্ড বেশ আকর্ষণীয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement