ভাল খেলছেন চেতেশ্বর পুজারা। ফাইল চিত্র
এ এক অন্য পুজারা। তাঁর ব্যাটকে আটকে রাখা যাচ্ছে না। ওয়ারইউকশায়ারের বিরুদ্ধে ৭৩ বলে শতরান করেছিলেন। এ বার মিডলসেক্সের বিরুদ্ধে তিন অঙ্কে পৌঁছতে নিলেন ৭৫ বল। চারের পাশাপাশি বড় বড় ছক্কা মারছেন তিনি। টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও যে তিনি কম যান না, বুঝিয়ে দিচ্ছেন ভারতের এই ডান হাতি ব্যাটার।
মিডলসেক্সের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন পুজারা। তাঁকে সমস্যায় ফেলতে পারেননি কোনও বোলার। মাত্র ৭৫ বলে শতরান করেন তিনি। তার পরেও খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত ৯০ বলে ১৩২ রানে আউট হন তিনি। মারেন ২০টি চার ও দু’টি ছক্কা।
এর আগে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে শতরান করতে গিয়ে সাতটি চার ও দু’টি ছক্কা মারেন পুজারা। তার মধ্যে ৪৫তম ওভারে ২২ রান করেন তিনি। ওয়ারউইকশায়ারের বোলার নরওয়েলের ওই ওভারে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
সাসেক্সে যোগ দেওয়ার পর থেকে দারুণ ছন্দে রয়েছেন পুজারা। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে আট ম্যাচে পাঁচটি শতরান করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে তাঁর যে ছন্দ ছিল, সেটা দেখা যাচ্ছে সাদা বলের ক্রিকেটেও।