ভারতীয় অধিনায়ক হিসাবে সিরিজ জিতেছেন রাহুল। ফাইল চিত্র
জিম্বাবোয়েকে এক দিনের সিরিজে চুনকাম করেও ক্রমতালিকায় কোনও উন্নতি হল না ভারতের। আইসিসির এক দিনের ক্রমতালিকায় তিন নম্বরেই থাকলেন লোকেশ রাহুলরা। ভারতের পয়েন্ট ১১১। অন্য দিকে সুপার লিগ সিরিজে নেদারল্যান্ডসকে চুনকাম করে চতুর্থ স্থানে পাকিস্তান। তাদের পয়েন্ট ১০৭। ভারতের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছেন বাবর আজমরা।
আইসিসির এক দিনের তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২৪। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের থেকে পাঁচ পয়েন্ট কম তাদের। তালিকায় পাকিস্তানের পরে পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১০১।
জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে লাভ না হলেও ক্রমতালিকায় উপরে ওঠার সুযোগ রয়েছে ভারতের সামনে। ৬ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে জিতলে পয়েন্ট বাড়বে। অন্য দিকে সামনের মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। সিরিজ জিতলে পয়েন্ট আরও বাড়বে তাদের। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারলে পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে যাবে নিউজিল্যান্ড। শীর্ষে পৌঁছে যাবে ইংল্যান্ড।