চেতেশ্বর পূজারা। ফাইল ছবি।
আইপিএলে দল না পেয়ে কাউন্টি খেলতে গিয়েছেন চেতেশ্বর পূজারা। আর ইংল্যান্ডের মাটিতে ফিরে পেয়েছেন হারানো ছন্দ। সাসেক্সের হয়ে তৃতীয় শতরানটিও করে ফেললেন পূজারা।
ডারহামের বিরুদ্ধে চলতি কাউন্টি মরসুমে শতরান করলেন পূজারা। পর পর তিন ম্যাচে শতরান করলেন তিনি। টেস্ট দল থেকে বাদ যাওয়ার ধাক্কা সামলে ফের নিজের জাত চেনাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। ডারহামের বিরুদ্ধে ১৩টি চারের সাহায্যে ১৬২ বলে শতরান পূর্ণ করলেন তিনি। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতীয় ব্যাটার অপরাজিত রয়েছেন ১২৮ রানে। এই নিয়ে চলতি মরসুমে কাউন্টির প্রথম তিন ম্যাচেই শতরান করার নজির গড়লেন পূজারা।
মূলত পূজারার শতরানের ইনিংসের সুবাদেই ডারহামের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় রয়েছে সাসেক্স। প্রথমে ব্যাট করে ডারহাম করেছিল ২২৩ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে সাসেক্স ৫ উইকেটে ৩৬২। অর্থাৎ প্রতিপক্ষের থেকে তারা এগিয়ে রয়েছে ১৩৯ রানে।
উল্লেখ্য, সাসেক্সের হয়ে প্রথম ম্যাচেই পূজারা দ্বিশতরান করেন ডার্বিশায়ারের বিরুদ্ধে। ২০১ রানের অপরাজিত সেই ইনিংসের পর দ্বিতীয় ম্যাচেও ওর্কসের বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্রের ব্যাটার। কাউন্টিতে দুরন্ত ছন্দ তাঁর সামনে ফের খুলে দিতে পারে ভারতীয় টেস্ট দলের দরজা।