৩৫ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সাল থেকে সাড়ে তিনশোর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর পূর্ণ নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রোহিত।
বিরাট কোহলী নেতৃত্ব ছাড়ার পর ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের আরও একটা পালাবদলের কান্ডারি রোহিত। অধিনায়ক কোহলীর ছায়া থেকে নিজেকে মুক্ত করাই তাঁর সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত রোহিত। তিনিই বিশ্বের এক মাত্র ব্যাটার যাঁর এক দিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরানের ইনিংস রয়েছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনিই বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এক দিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার পর দু’বার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান করেছেন রোহিত। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের করা ২৬৪ রানের ইনিংসই এক দিনের ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ।
কোহলী অধিনায়ক থাকার সময় রোহিত ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক। টেস্ট দল থেকে মাঝে মধ্যে বাদ গিয়েছেন পারফরম্যান্সের কারণে। কিন্তু তাঁকেই কোহলী পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন নির্বাচকরা।
২০২১ সালের ১৭ নভেম্বর ক্রিকেট জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রোহিত শর্মা। এ দিনই প্রথম তিনি ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে মাঠে নামেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি ওভারের ক্রিকেটে ৫ উইকেটে জয় পায় ভারত।
এখনও পর্যন্ত ২টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টেই জয় পেয়েছে ভারত। অর্থাৎ, টেস্ট অধিনায়ক হিসেবে তিনি এখনও পর্যন্ত ১০০ শতাংশ সফল।
এক দিনের ক্রিকেটে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ১৩টি ম্যাচে। তার মধ্যে ১১টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। এক দিনের ক্রিকেটে অধিনায়ক রোহিতের সাফল্য ৮৪.৬১ শতাংশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ২৮টি ম্যাচে। তার মধ্যে ২৪টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। সাফল্যের হার ৮৫.৭১ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরদ্ধে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব রয়েছে অধিনায়ক রোহিতের।
দেশের অধিনায়ক হিসেবে অবশ্য আগেই অভিষেক হয়েছে মুম্বইয়ের ব্যাটারের। প্রথম বার ২০১৮ সালে নেতৃত্ব দেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর নেতৃত্বে সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারতীয় দল।
২০১৩ মরসুম থেকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। গত ৯ বছরে তাঁর নেতৃত্বে মুম্বই ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তিনিই আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক।
মুম্বই ইন্ডিয়ান্সকে এখনও পর্যন্ত ১৩৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। জয় পেয়েছেন ৭৫টি ম্যাচে। হেরেছেন ৫৮টি ম্যাচে। টাই হয়েছে ৪টি ম্যাচ। উল্লেখ্য, চলতি আইপিএলে তাঁর নেতৃত্বে প্রথম আটটি ম্যাচেই হেরেছে মুম্বই।