ICC World Cup 2023

রবিবার বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হলেও রোহিতদের ম্যাচে বিঘ্ন ঘটবে না, কেন?

চেন্নাইয়ে বেশ কিছু দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। এখন যদিও অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। মনে করা হচ্ছে রবিবার বৃষ্টি হবে না। কিন্তু বৃষ্টি হলেও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বিঘ্ন ঘটবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৪:০৯
Share:

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

এ বারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার সেখানে খেলবেন রোহিত শর্মারা। চেন্নাইয়ে গত বেশ কিছু দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। এখন যদিও অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। মনে করা হচ্ছে রবিবার বৃষ্টি হবে না। কিন্তু চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে রাজি নন। চারটি সুপারসপার কিনে নিলেন তাঁরা।

Advertisement

৫ অক্টোবর থেকে এ বারের এক দিনের বিশ্বকাপ শুরু হবে। প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড এবং নিউ জ়িল্যান্ড। তবে ভারত নামবে রবিবার। সে দিন চেন্নাইয়ের মাত্র ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারা এটাও জানিয়েছে যে, গোটা সপ্তাহ জুড়ে প্রচণ্ড গরম থাকবে, বাতাসে আদ্রতাও বেশি থাকবে। গরম থাকায় স্থানীয় মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই কারণেই চারটি সুপারসপার কিনে তৈরি থাকছে চিপক। বৃষ্টি থামার কয়েক মুহূর্তের মধ্যেই যাতে খেলা শুরু করা যায় সেই কারণে মাঠ শুকনো রাখার জন্য সুপারসপার কিনেছে তারা।

গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে চেন্নাইয়ে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ সরিয়ে দিতে হয়। গত শনি এবং রবিবারের ম্যাচও সরাতে হয়েছে। চেন্নাইয়ের প্রথম ম্যাচের আগে হাতে আর পাঁচ দিন রয়েছে। তামিননাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, “চারটি নতুন সুপারসপার কেনা হয়েছে। বিশ্বকাপের ম্যাচ নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে রাজি নই। মাঠের কভারও পাল্টানো হয়েছে। পুরনো কভার নয়, বিশ্বকাপে নতুন ব্যবহার করা হবে। পিচ ঢাকার জন্য দুটো কভার থাকবে।”

Advertisement

চিপকে ইডেনের মতো পুরো মাঠ ঢেকে ফেলার ব্যবস্থা নেই। তবে সেখানকার নিকাশি ব্যবস্থা খুব ভাল। সেই কারণে পিচ ছাড়া শুধু বোলারের দৌড়নোর জায়গা আর স্কোয়ারের জায়গা ঢাকা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement