মহিলাদের আইপিএল নিয়ে আগ্রহ নেই ধোনির চেন্নাইয়ের, শেষ বেলায় দৌড়ে কোহলির দল। ফাইল ছবি।
মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্য প্রথম বছরেই নতুন এই প্রতিযোগিতাকে জনপ্রিয় করে তোলা। পুরুষদের আইপিএলের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজ়ি মহিলাদের প্রতিযোগিতায় দল কিনতে আগ্রহী। যদিও সেই আগ্রহীদের তালিকায় নেই মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের মতোই মহিলাদের দল কিনতে আগ্রহ দেখায়নি গত বারের আইপিএল চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স। আগ্রহ নেই কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ সুপার জায়ান্টসেরও। তবে দৌড়ে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিসিসিআই সূত্রে খবর, মহিলাদের আইপিএলে দল কেনার দৌড়ে আরসিবি ছাড়াও রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস। ব্যাঙ্গালোর অবশ্য শুরুর দিকে আগ্রহী ছিল না। প্রায় শেষ বেলায় দল কেনার দরপত্র জমা দিয়েছে তারা।
আগামী মার্চে পাঁচটি দল নিয়ে মহিলাদের প্রথম আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। পাঁচটি দলের মালিকানা কারা পাবে তা বোর্ড কর্তারা ঘোষণা করবেন আগামী বুধবার, ২৫ জানুয়ারি। মহিলাদের আইপিএলের পাঁচটি দল কিনতে আগ্রহী প্রায় ৩০টি সংস্থা। ৫ লক্ষ টাকা দিয়ে বিড ডকুমেন্ট কিনতে হয়েছে। আদানি গোষ্ঠী, টরেন্ট গোষ্ঠী, হলদিরাম প্রভুজি, ক্যাপ্রি গ্লোবাল, কোটাক এবং আদিত্য বিড়লা গোষ্ঠীর মতো সংস্থা দল কিনতে আগ্রহী। দৌড়ে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লাজের পরিবারও। ২০২১-এ যখন বিসিসিআই ছেলেদের আইপিএলে দুটি নতুন দলের কথা ঘোষণা করেছিল, তখনও এদের কেউ কেউ দল কিনতে আগ্রহী হয়েছিলেন। তবে ব্যর্থ হন।
গত সপ্তাহেই ৯৫১ কোটি টাকার বিনিময় পাঁচ বছরের জন্য (২০২৩ থেকে ২০২৭) প্রতিযোগিতার সম্প্রচার সত্ত্ব পেয়েছে ভায়াকম ১৮। অর্থাৎ, ম্যাচ প্রতি ৭ কোটি ৯ লক্ষ টাকা দাম দিয়েছে তারা। এর ফলে পুরুষদের আইপিএলের পর মহিলাদের আইপিএল বিশ্বের দ্বিতীয় ধনীতম ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে। শুধু মহিলাদের প্রতিযোগিতাগুলির মধ্যেও বিসিসিআইয়ের নতুন এই প্রতিযোগিতা দ্বিতীয় ধনীতম। আগে রয়েছে শুধু আমেরিকার মহিলাদের ন্যাশনাল বাস্কেটবল লিগ।