IPL 2025

আইপিএলের বাকি ২৬ দিন, অস্ট্রেলিয়া, বাংলাদেশের প্রাক্তন সহকারী কোচকে দলে নিল ধোনির চেন্নাই

আগামী ২৩ মার্চ আইপিএলে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিদের প্রথম প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের প্রাক্তন কোচকে দেওয়া হল বিশেষ দায়িত্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

চেন্নাই সুপার কিংসের নতুন সহকারী বোলিং কোচ হিসাবে যোগ দিলেন শ্রীধরন শ্রীরাম। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ। বাংলাদেশের জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Advertisement

মহেন্দ্র সিংহ ধোনির আইপিএল দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। ব্যাটিং কোচ হিসাবে রয়েছেন মাইক হাসি। বোলিং পরামর্শদাতা হিসাবে রয়েছেন এরিক সিমনস। গত বছর পর্যন্ত বোলিং কোচের দায়িত্বে ছিলেন ডোয়েন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটারকে এ বার পাচ্ছে না চেন্নাই। তিনি মেন্টর হিসাবে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। তাঁর জায়গাতেই নিয়োগ করা হয়েছে শ্রীরামকে। সোমবার সমাজমাধ্যমে শ্রীরামকে নিয়োগ করার কথা জানিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ।

আগামী আইপিএলের চেন্নাই দলে রয়েছেন একাধিক স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শ্রেয়স গোপাল, নুর আহমেদ, দীপক হুডা, রাচিন রবীন্দ্রেরা খেলবেন চেন্নাইয়ের হয়ে। সম্ভবত সে কারণেই প্রাক্তন স্পিনার-অলরাউন্ডার শ্রীরামকে নিয়োগ করেছেন চেন্নাই কর্তৃপক্ষ।

Advertisement

আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে চেন্নাইয়ের নতুন বোলিং কোচের। দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টসের হয়ে কাজ করেছেন শ্রীরাম। কোচ হিসাবে তাঁর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে বলে মনে করছেন চেন্নাই কর্তৃপক্ষ।

আগামী আইপিএল শুরু হতে বাকি আর ২৬ দিন। ২২ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের প্রথম খেলা ২৩ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement