Yuzvendra Chahal

বিবাহবিচ্ছেদের চার দিন পর চহলের পোস্ট, লেগ স্পিনারের লক্ষ্য কি প্রাক্তন স্ত্রী ধনশ্রী?

১৮ মাস আলাদা থাকার পর বিবাহবিচ্ছেদ হয়েছে যুজবেন্দ্র চহল এবং ধনশ্রী বর্মার। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর দু’জনেই সমাজমাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানান। কেউ কারও বিরুদ্ধে মুখ খোলেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬
Share:
picture of Yuzvendra Chahal

(বাঁ দিকে) যুজবেন্দ্র চহল এবং ধনশ্রী বর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত বৃহস্পতিবার বিবাহবিচ্ছেদ হয়েছে যুজবেন্দ্র চহল এবং ধনশ্রী বর্মার। পারস্পরিক বোঝাপড়ার অভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন দু’জনেই। আদালত তাঁদের যুক্তি এবং আবেদনের ভিত্তিতে বিবাহবিচ্ছেদে সম্মতিও দিয়েছে। তার চার দিন পর সমাজমাধ্যমে চহলের ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন জল্পনার জবাব দিল।

Advertisement

১৮ মাস আলাদা থাকার পর বিবাহবিচ্ছেদ হয়েছে চহল এবং ধনশ্রীর। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর দু’জনেই সমাজমাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। কেউ কারও বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। তবে সোমবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন চহল। প্রয়াত শিল্পপতি রতন টাটার একটি বিখ্যাত মন্তব্য ব্যবহার করেছেন ভারতীয় দলের ক্রিকেটার। যার অর্থ, ‘‘কারও বোঝার অক্ষমতার উপর ভিত্তি করে তোমার মূল্য কমে যায় না।’’ চহলের এই পোস্ট নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে কি নাম না করে প্রাক্তন স্ত্রীকে কটাক্ষ করেছেন লেগ স্পিনার? ধনশ্রী তাঁর মূল্য বুঝতে পারেননি বলে বোঝাতে চেয়েছেন চহল?

গত বৃহস্পতিবার বিচ্ছেদের পরে সমাজমাধ্যমে চহল লিখেছিলেন, “ঈশ্বর আমাকে কত বার রক্ষা করেছেন তা আমি গুনে শেষ করতে পারব না। আমি শুধু ভাবি, অজান্তে কত বার ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। সব সময় সহায় হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।” পোস্ট করেছেন ধনশ্রীও। তিনি লিখেছেন, “চাপমুক্তি। ঈশ্বর আমাদের চিন্তাকে কেমন আশীর্বাদে বদলে দেন। কী অদ্ভুত না? তুমি হয় চিন্তা করবে, নয়তো ঈশ্বরের উপর সব ছেড়ে দেবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তিনি সব ঠিক করে দেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement