ICC Champions Trophy 2025

বাবরকে ‘ভণ্ড’ বলে দিলেন ক্ষুব্ধ শোয়েব আখতার, মুগ্ধ কোহলির শতরানে

ভারতের কাছে পাকিস্তানের হার দেখে হতাশ শোয়েব আখতার। তিনি ক্ষুব্ধ বাবর আজ়মের ব্যাটিংয়ে। বাবরকে ভণ্ড বলেছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনাই হয় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০
Share:
Picture of Babar azam and virat Kohli

(বাঁ দিকে) বাবর আজ়ম এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাবর আজ়মকে ভণ্ড বললেন শোয়েব আখতার। ভারতের বিরুদ্ধে ২৬ বলে ২৩ রান করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাতেই বাবরের উপর চটেছেন প্রাক্তন ক্রিকেটার। আবার বিরাট কোহলিকে নিয়ে নিজের মুগ্ধতা গোপন করেননি শোয়েব।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের পর হতাশা লুকিয়ে রাখতে পারেননি শোয়েব। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশ বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা করেন। তা নিয়ে শোয়েব বলেছেন, কোহলির সঙ্গে বাবরের কোনও তুলনাই হয় না। শোয়েব বলেছেন, ‘‘কোহলিকে নিয়ে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। কোহলির আদর্শ কে? সচিন তেন্ডুলকর। যে ১০০টা শতরান করেছে। সচিনের ঐতিহ্যই বহন করছে কোহলি।’’ প্রাক্তন জোরে বোলার আরও বলেছেন, ‘‘বাবরের আদর্শ কে? টুক টুক করে খেলে। ভুল ক্রিকেটারকে হিরো হিসাবে বেছে নিয়েছে কিছু মানুষ। ভাবনা-চিন্তাতেই গলদ রয়েছে। ও প্রথম থেকেই ভণ্ড। আইসিসি ক্রমতালিকায় এক দু’দিন শীর্ষে থাকলেই নায়ক হওয়া যায় না। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রমাণ হয়ে গেল। ভুল ক্রিকেটারকে মাথায় তোলা হয়েছে।’’ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছিলেন বাবর।

পাকিস্তানের ক্রিকেট নিয়েও হতাশা গোপন করেননি শোয়েব। তিনি বলেছেন, ‘‘পাকিস্তানের ক্রিকেটদল নিয়ে কথা বলতেই ভাল লাগে না। শুধু আয় করার জন্য কাজটা করতে হয় আমায়। আমি একটুও হতাশ নই। এটাই হওয়ার ছিল। সবাই ছ’জন বোলার খেলাচ্ছে। আর পাকিস্তান পাঁচ জন। তার মধ্যে দু’জন অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্টই নির্বোধ। ক্রিকেটারেরাও তাই। জানেই না কী করতে হবে। কোহলি বা রোহিত শর্মার মতো দক্ষতাও নেই কারও।’’

Advertisement

বাবরের সমালোচনার পাশাপাশি কোহলির প্রশংসা শোনা গিয়েছে শোয়েবের মুখে। তিনি বলেছেন, ‘‘এমন ইনিংস আগেও খেলেছে কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সব সময় ভাল খেলে। কোহলিকে অভিনন্দন। ও সত্যিই বড় ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে রান তাড়া করতে ওস্তাদ। এখনকার ক্রিকেটের সেরা খেলোয়াড়। কোহলিকে নিয়ে কোনও সংশয় নেই। ওর সাফল্যে আমি খুশি। কোহলি প্রশংসার যোগ্য।’’

শোয়েবের বক্তব্য, শুধু মুখে কোহলির সঙ্গে বাবরের তুলনা করে লাভ নেই। বাবর এখনও তেমন কিছু করেও দেখাতে পারেননি। কোহলির মতো খেলতে পারলে তবেই তুলনা যুক্তি সঙ্গত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement