Ball Tampering Allegation Against CSK

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ! কাঠগড়ায় দুই ক্রিকেটার

আইপিএলের শুরুতেই এ বার নতুন বিতর্ক। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। পাল্টা জবাবও আসছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:৫৮
Share:
cricket

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (বাঁ দিকে) ও পেসার খলিল আহমেদের বিরুদ্ধে উঠেছে বল বিকৃতির অভিযোগ। ছবি: রয়টার্স।

সত্যিই কি বল বিকৃত করেছে চেন্নাই সুপার কিংস? আইপিএলের শুরুতেই এ বার নতুন বিতর্ক। চেন্নাইয়ের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠছে। ম্যাচের মাঝে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও পেসার খলিল আহমেদের হাতবদলের একটি ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই অভিযোগের পাল্টা জবাবও এসেছে।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বল করার আগে রুতুরাজকে ডাকছেন খলিল। রুতুরাজ গেলে পকেট থেকে কিছু একটা বার করে তাঁর হাতে দিয়ে দেন খলিল। সেটি নিজের পকেটে ঢুকিয়ে নেন রুতুরাজ। তার পরে বোলিং শুরু করেন খলিল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এই ভিডিয়ো সামনে রেখে অভিযোগ উঠেছে, বল বিকৃত করেছে চেন্নাই। বলা হচ্ছে, নিশ্চয় খলিলের পকেটে কিছু ছিল। তা দিয়েই বল বিকৃত করার চেষ্টা করেছেন তিনি। উদাহরণ টানা হয়েছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ বিতর্কের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পকেটে স্যান্ডপেপার নিয়ে বল বিকৃত করার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যাঙ্করফ্ট। ধরা পড়ে গিয়েছিলেন তিনি। ন’মাস নির্বাসিত হয়েছিলেন। পাশাপাশি দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল।

Advertisement

তবে, ক্রিকেটপ্রেমীদের আর একটি অংশের দাবি, খলিলের হাতে আংটি ছিল। বল করার আগে সেই আংটি খুলে তিনি তা রুতুরাজের কাছে রাখতে দেন। তাঁদের আরও দাবি, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ইনিংস শুরু হওয়ার আগে। তখনও একটি বলও হয়নি। ওই সময় কেন কেউ বল বিকৃত করতে যাবেন। যদিও এই বিষয়ে চেন্নাই, মুম্বই বা ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও মন্তব্য করেনি।

ঘটনাই যা-ই হোক, নতুন বলে ভাল বল করেছেন খলিল। নিজের প্রথম দুই ওভারে রোহিত শর্মা ও রায়ান রিকেলটনকে আউট করেন তিনি। চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই। জবাবে পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জেতে চেন্নাই। তাদের হয়ে ৬৫ রান করে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র। ৫৩ রান করেন অধিনায়ক রুতুরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement