Rohit Sharma and Virat Kohli

ভারতের কি নতুন অধিনায়ক, ইংল্যান্ডে যেতে রাজি নন রোহিত! কোহলি কি খেলবেন

আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে হয়তো খেলবেন না রোহিত শর্মা। তবে দলে থাকার কথা বিরাট কোহলির। রোহিতের পরে ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে আগামী শনিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৭:৫২
Share:
cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেটাই তাদের প্রথম সিরিজ়‌। সেই সফরে হয়তো খেলবেন না রোহিত শর্মা। নিজেই ইংল্যান্ড যেতে রাজি নন রোহিত। তবে দলে থাকার কথা বিরাট কোহলির। রোহিতের পরে ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে আগামী শনিবার। ওই দিনই গুয়াহাটিতে বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।

Advertisement

খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে খেলেননি রোহিত। দলও সিরিজ় হেরেছে। সিডনি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেও রোহিত জানিয়েছিলেন, এখনই টেস্ট থেকে অবসর নেবেন না। বলেছিলেন, “আমি অবসর নিচ্ছি না। খেলা ছেড়ে চলেও যাচ্ছি না। রান করতে পারছি না বলেই খেলা থেকে সাময়িক ভাবে নিজেকে সরিয়ে নিচ্ছি। দু’মাস পরে আবার রান করতেও পারি।” এ কথা বলার পরেও কেন রোহিত ইংল্যান্ড সফরে যেতে চাইছেন না তা নিয়ে জল্পনা বেড়েছে। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের কঠিন পরিবেশে ফর্ম ফেরার ব্যাপারে সন্দিহান বলেই ঝুঁকি নিতে চাইছেন না রোহিত।

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে শতরান করেছিলেন কোহলি। তার পরে সে ভাবে রান পাননি। তবে ইংল্যান্ডে নিজের জায়গা ধরে রাখতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির ভাল ফর্মই তাঁকে দলে রাখার ভাবনা জোরদার করেছে।

Advertisement

এ দিকে, আগামী ২৯ মার্চ, শনিবার গুয়াহাটিতে বোর্ডের বৈঠক রয়েছে। সচিব দেবজিৎ শইকীয়া ছাড়াও বোর্ডের অন্য কর্তাদের উপস্থিত থাকার কথা। সেখানেই আলোচনা হবে ভারতের পরবর্তী অধিনায়ক বেছে নেওয়ার ব্যাপারে। এমন কাউকেই বেছে নেওয়া হবে, যিনি দীর্ঘ দিন দেশকে নেতৃত্ব দিতে পারবেন।

পাশাপাশি, বোর্ডের বার্ষিক চুক্তিও চূড়ান্ত হবে। শ্রেয়স আয়ার, বরুণ চক্রবর্তী-সহ কিছু নতুন ক্রিকেটারের চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা। দু’-এক জন বাদ যেতে পারেন। কোহলি, রোহিত এবং রবীন্দ্র জাডেজাকে সর্বোচ্চ বিভাগে রাখা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement