মায়াঙ্ক যাদব। ছবি: পিটিআই।
গত বারের পারফরম্যান্সের জেরে তাঁকে ধরে রেখেছিল লখনউ সুপারজায়ান্টাস। এই মরসুমে দলের বড় শক্তি ছিলেন তিনি। কিন্তু আইপিএলের আগে চোট পেয়েছিলেন মায়াঙ্ক যাদব। সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তার মাঝেই আবার চোট পেয়েছেন লখনউ সুপারজায়ান্টসের ১১ কোটি টাকার পেসার। ফলে মাঠে ফিরতে আরও দেরি হবে তাঁর।
সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে লখনউ। তার আগে সাংবাদিক বৈঠকে দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার মায়াঙ্কের চোটের কথা জানিয়েছেন। তিনি বলেন, “মায়াঙ্ক দ্রুত সুস্থ হয়ে উঠছিল। কিন্তু তার মাঝেই বিছানার পায়ায় ওর পায়ের পাতা বাজে ভাবে ধাক্কা লেগেছে। পাতা কেটে গিয়েছে। সংক্রমণও হয়েছে। ফলে সুস্থ হয়ে উঠতে ওর আরও দু’সপ্তাহ বেশি সময় লাগতে পারে।”
ল্যাঙ্গার আশাবাদী, এপ্রিল মাসের মাঝামাঝি থেকে পাওয়া যাবে মায়াঙ্ককে। তিনি বলেন, “চোট পেলেও ও দৌড়াদৌড়ি করছে। বল করা শুরু করেছে। মায়াঙ্কের বোলিংয়ের ভিডিয়ো রোজই দেখছি। আশা করছি খুব তাড়াতাড়ি ও মাঠে ফিরবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ও ম্যাচ খেলতে পারবে বলে মনে হচ্ছে।”
ইতিমধ্যেই ভারতীয় পেসারদের নিয়ে সমস্যায় পড়েছে লখনউ। চোটের কারণে পুরে মরসুম থেকে ছিটকে গিয়েছেন মহসিন খান। আরও দুই পেসার আবেশ খান ও আকাশ দীপও চোট পেয়েছেন। তবে তাঁরা আইপিএলে খেলতে পারবেন বলে আশাবাদী ল্যাঙ্গার। তিনি বলেন, “মহসিনের ছিটকে যাওয়া দুঃখের। কিন্তু আবেশ খুব তাড়াতাড়ি বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে। আকাশও ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছে। খুব তাড়াতাড়ি ওকে মাঠে দেখা যাবে।”
গত বারের আইপিএলের অন্যতম বড় চমক ছিলেন মায়াঙ্ক। তাঁর গতি সকলের নজর কেড়েছিল। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করছিলেন তিনি। উইকেটও নিচ্ছিলেন। মায়াঙ্কের বাউন্সার সমস্যায় ফেলছিল প্রথম সারির ব্যাটারদের। আইপিএলে ভাল খেলায় ভারতীয় টি-টোয়েন্টি দলেও সুযোগ পান মায়াঙ্ক। কিন্তু চোট তাঁকে বার বার ধাক্কা দিয়েছে। এ বারও আইপিএলে তাঁর মাঠে নামা পিছিয়ে গেল চোটের কারণেই।