ICC Champions Trophy 2025

বৈঠক স্থগিত ১৫ মিনিটেই, ‘হাইব্রিড মডেল’ই একমাত্র রাস্তা, পাকিস্তানকে বলল আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য শুক্রবার আইসিসি-র ডাকা বৈঠক ১৫ মিনিটের মধ্যেই স্থগিত করে দেওয়া হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসি স্পষ্ট জানিয়েছে, ‘হাইব্রিড মডেল’ বেছে নেওয়া ছাড়া আর উপায় নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২২:৪৬
Share:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য শুক্রবার বৈঠক ডেকেছিল আইসিসি। সেই বৈঠক ১৫ মিনিটের মধ্যেই স্থগিত করে দেওয়া হল। তা হওয়ার কথা শনিবার। বৈঠক না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আইসিসি স্পষ্ট জানিয়েছে, ‘হাইব্রিড মডেল’ বেছে নেওয়া ছাড়া আর উপায় নেই তাদের কাছে। কারণ ভারতকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে জোর করতে রাজি নয় তারা।

Advertisement

শুক্রবারের বৈঠকে সব পক্ষই হাজির ছিল। তবে প্রতিটি দেশকে সিদ্ধান্ত নিতে সময় দেওয়ার জন্য বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাজির থাকতে পারেন পাক বোর্ড প্রধান মহসিন নকভি। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যা সমাধানের জন্য সকল সদস্য দেশকে উপায় খোঁজার অনুরোধ করেছে আইসিসি।

এ দিনের বৈঠকে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাকি ১০টি পূর্ণ সদস্য দেশ ছিল। দু’দেশের কাছেই আইসিসি অনুরোধ করেছে এমন সমাধান খুঁজে বার করতে যা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে প্রতিযোগিতার ভবিষ্যৎ ঠিক হয়ে যাওয়ার কথা।

Advertisement

তবে আর একটি সূত্র মারফত জানা গিয়েছে, আইসিসি-র তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে পিসিবি-কে, যাতে তারা রাজি হয় ‘হাইব্রিড মডেল’-এ খেলতে। না হলে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। ভারত এ দিন ফের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অপারগতার কথা জানিয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement