যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
এই সিরিজ়ে ভারতের সেরা বোলার তিনি। ব্যাটারেরা ব্যর্থ হলেও বল হাতে কখনও রোহিত শর্মাকে নিরাশ করেননি তিনি। সেই যশপ্রীত বুমরা ব্রিসবেনে নজির গড়লেন। কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে এক নতুন পালক জুড়ল বুমরার মুকুটে।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হলেন বুমরা। ১০টি ম্যাচে ৫৩টি উইকেট নিয়েছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল কপিলের দখলে। ১১টি ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচ কম খেলে তা ভাঙলেন বুমরা।
তালিকায় তিন নম্বরে রয়েছেন অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ায় ১০টি ম্যাচে ৪৯টি উইকেট নিয়েছেন এই ভারতীয় লেগ স্পিনার। চার নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। ১১টি ম্যাচে তিনি নিয়েছেন ৪০টি উইকেট। অশ্বিনের উইকেটের সংখ্যা অবশ্য আর বাড়বে না। কারণ, ব্রিসবেন টেস্টের পরেই অবসর ঘোষণা করেছেন তিনি।
চলতি সিরিজ়ের প্রথম ইনিংসেই বুমরা বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যায় ফেলবেন। পার্থে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। অ্যাডিলেডেও প্রথম ইনিংসে ৪ উইকেট নেন বুমরা। দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভারই বল করেন তিনি। ব্রিসবেনেও প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ভারতীয় পেসার। তিনটি টেস্টে ২১টি উইকেট নিয়েছেন তিনি, যা এই সিরিজ়ে সর্বাধিক।