CAB

India vs West Indies 2022: মাঠে অল্প দর্শক, তাঁদের জন্য মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করল সিএবি

তৃতীয় টি-টোয়েন্টি কিছু দর্শক ঢোকার অনুমতি পেয়েছে সিএবি। আপার টিয়ারে বসে সিএবি-র সদস্যরা খেলা দেখতে পারবেন। সিএবি-র অনুরোধে বুধবার রাজি হয়েছে বোর্ড। প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে না হলেও অন্তত রবিবারের ম্যাচে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন কিছু দর্শক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৩
Share:

আপার টিয়ার এবং প্রেস বক্সে গিয়ে নিজে মাস্ক এবং স্যানিটাইজার রাখেন প্রদীপ। —নিজস্ব চিত্র

ইডেনের মাঠে দর্শক না থাকলেও যে ক’জন আসবেন তাঁদের জন্যও ব্যবস্থায় কোনও ত্রুটি রাখতে চায়নি সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার মেডিক্যাল প্রধান প্রদীপ কুমার দে নিজে দর্শক আসনে মাস্ক এবং স্যানিটাইজার রেখে আসেন।

বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরুর আগে এমনটাই দেখা গেল ইডেনে। আপার টিয়ার এবং প্রেস বক্সে গিয়ে নিজে মাস্ক এবং স্যানিটাইজার রাখেন প্রদীপ। ইডেনে মোট তিনটি টি২০ ম্যাচ খেলা হবে। বুধবারের পর শুক্র এবং রবিবার ম্যাচ হবে ইডেনে।

Advertisement

তৃতীয় টি-টোয়েন্টি কিছু দর্শক ঢোকার অনুমতি পেয়েছে সিএবি। আপার টিয়ারে বসে সিএবি-র সদস্যরা খেলা দেখতে পারবেন। সিএবি-র অনুরোধে বুধবার রাজি হয়েছে বোর্ড। প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে না হলেও অন্তত রবিবারের ম্যাচে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন কিছু দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement