ICC ODI World Cup 2023

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৩৯ দিন, এখনও টিকিট কাটতে পারছেন না বহু দর্শক

একাধিক মানুষ একসঙ্গে টিকিট কাটতে যাওয়ায় চাপ বাড়ছে ওয়েবসাইট এবং অ্যাপের উপর। অনেকেই এক দিনের বিশ্বকাপের টিকিট কাটতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ১২:০০
Share:

বিশ্বকাপ ট্রফি। ছবি: রয়টার্স।

এক দিনের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। কিন্তু দর্শকেরা সেই টিকিট কাটতে গিয়ে বার বার মুশকিলে পড়ছেন। একাধিক মানুষ একসঙ্গে টিকিট কাটতে গিয়ে চাপ বাড়ছে ওয়েবসাইট এবং অ্যাপের উপর। অনেকেই টিকিট কাটতে পারছেন না। যে সমস্যার আশঙ্কা আগেই করা হয়েছিল।

Advertisement

সাধারণত বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয় এক বছর আগে থেকে। কিন্তু এ বারের বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরে আবার বদলাতে হয়। ফলে টিকিট বিক্রি শুরু করতে দেরি হয়। হাতে কম সময় থাকায় একসঙ্গে বহু মানুষ টিকিট কাটার জন্য ওয়েবসাইটে ঢুকছেন। তাতেই হচ্ছে বিপদ। যে সংস্থার মাধ্যমে টিকিট কাটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং অ্যাপে বিঘ্ন ঘটছে। টিকিট কাটা যাচ্ছে না। ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। টিকিট কাটতে গিয়ে এক দর্শক বলেন, “খুবই বিরক্ত লাগছে। একে তো দেরি করে টিকিট বিক্রি শুরু হয়েছে। এমন অবস্থার জন্য দায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি। সারা বিশ্বে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়, টিকিটও বিক্রি হয়। তার জন্য লটারি করা হয়, টিকিটের জন্য লাইন দিতে হয়। এগুলো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এখানে তো সেই গতিতে কাজই হচ্ছে না। এত বড় প্রতিযোগিতার ক্ষেত্রে এমন ঘটনা বাঞ্ছনীয় নয়।”

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ অগস্ট সন্ধে ৬টা থেকে। কিন্তু প্রথম আধ ঘণ্টায় কোনও টিকিট কেনাই যায়নি। অর্ধেক দর্শক ধৈর্য হারিয়ে ফেলেন। এখনও ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়নি। দর্শকেরা ভয় পাচ্ছেন সেটা শুরু হলে কী হবে। ৩১ অগস্ট ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারত যে ম্যাচ খেলবে, সেই টিকিট বিক্রি শুরু হবে ওই দিন। এর পর একে একে ভারতের বাকি ম্যাচের টিকিট বিক্রি হবে। সেই সময় আরও অনেক বেশি দর্শক ঝাঁপাবেন টিকিট কেনার জন্য। তখন ওয়েবসাইটের উপর চাপ আরও বাড়বে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। এ বারে অনলাইনে টিকিট কাটতে হবে। তার পর ছাপা টিকিটও নিতে হবে। চিন্তা বাড়ছে দর্শকদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement