অর্শদীপের বোলিংয়ে মুগ্ধ ভুবনেশ্বর। ফাইল ছবি।
আইপিএলে নজর কেড়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিংহ। ভারতীয় দলের হয়েও নজর কাড়ছেন তরুণ জোরে বোলার। তাঁর পরিণত বোলিংয়ে খুশি ভারতীয় দলের সতীর্থরাও।
ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে অর্শদীপ ১৮ রানে ২ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন ২৪ রান দিয়ে। আন্তর্জাতিক মঞ্চে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করছেন। হাতে রয়েছে বেশ ভাল ইয়র্কার। অর্শদীপের পরিণত বোলিংয়ের প্রশংসা করেছেন ভুবনেশ্বর কুমার।
ভারতীয় দলের অভিজ্ঞ জোরে বোলার তরুণ সতীর্থ সম্পর্কে বলেছেন, ‘‘শেষের দিকের ওভারগুলোয় বেশ ভাল বল করছে অর্শদীপ। ও জানে ঠিক কী করতে হবে। এটাই ওর সবথেকে বড় গুণ। কোন ব্যাটারকে কেমন বল করতে হবে, কেমন ফিল্ডিং সাজাতে হবে— সব ব্যাপারেই স্বচ্ছ ধারণা রয়েছে। কিছু দিন খেলার পর এই ধারণাগুলো তৈরি হয় সাধারণত। অর্শদীপের বোলিংয়ে শুরুতেই সেই পরিণতি দেখা যাচ্ছে।’’
আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছিলেন অর্শদীপ। তরুণ বাঁহাতি বোলারের ধারাবাহিকতার কথাও বলেছেন ভুবনেশ্বর। বলেছেন, ‘‘গত দু’বছর আইপিএলেও বেশ ধারাবাহিকতা দেখিয়েছে। কী করতে চায়, সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে অর্শদীপের। নিজের বোলিং নিয়ে ভাবে। উন্নতি করার কথা ভাবে। বিপক্ষের প্রত্যেক ব্যাটারকে নিয়ে পরিকল্পনা করে।’’