Bengal Pro T20 League 2024

বদলে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের উদ্বোধনের দিন, বিশ্বকাপের জন্যই সিদ্ধান্ত বদল?

১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। ১২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ রয়েছে। সেই কারণেই বেঙ্গল প্রো লিগের উদ্বোধন এক দিন এগিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২১:০৫
Share:

—প্রতীকী চিত্র।

এই বছর থেকেই শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ১২ জুন থেকে। কিন্তু দিন বদল হচ্ছে সেই প্রতিযোগিতার। ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। ১২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ রয়েছে। সেই কারণেই বেঙ্গল প্রো লিগের উদ্বোধন এক দিন এগিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বাংলার ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “প্রথম দিন শুধু ছেলেদের একটি ম্যাচ হবে। ১২ জুন থেকে শুরু হবে মেয়েদের ম্যাচও। প্রতি দিন ছেলে এবং মেয়েদের একটি করে ম্যাচ হবে। চলবে ২৮ জুন পর্যন্ত।” ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

ছেলেদের ম্যাচগুলি হবে ইডেনে। মেয়েদের ম্যাচ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। কবে কোন ম্যাচ হবে তা পরে জানানো হবে সিএবি-র পক্ষ থেকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে এই প্রতিযোগিতা আয়োজন করা প্রসঙ্গে স্নেহাশিস বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই ধরনের কোনও প্রতিযোগিতা আয়োজন করা যাবে না। কারণ সেই সময় ঘরোয়া ক্রিকেট চলে। ফেব্রুয়ারির পরেই শুরু হয়ে যায় ছেলে এবং মেয়েদের আইপিএল। চলে মে মাস পর্যন্ত। তাই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ জুন মাসেই করতে হচ্ছে।” ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement