বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।
এক দিনের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছে। একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে অনেকেই বিফল মনোরথ হয়ে ফিরেছেন। তাঁদের জন্যে আশার কথা শোনাল বিসিসিআই। সমর্থকদের বিপুল আগ্রহ দেখে নতুন করে টিকিট ছাড়া হচ্ছে। বুধবার বোর্ড ঘোষণা করেছে, সব মিলিয়ে চার লক্ষ টিকিট ছাড়া হবে।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা করার পর নতুন করে আরও চার লক্ষ টিকিট বাজারে ছাড়ার কথা জানানো হয়েছে। আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সমর্থকেরাই টিকিট কাটতে পারবেন। তবে হুঁশিয়ারি দিয়ে বোর্ড এটাও জানিয়েছে, টিকিট কাটার জন্যে এখন থেকেই প্রস্তুত হতে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে আবার টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নির্দিষ্ট অপশনে গিয়ে সিলেক্ট করলেই আবার নতুন করে টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। তবে কোন ম্যাচের জন্যে কত সংখ্যক টিকিট ছাড়া হবে তা জানায়নি বোর্ড। কিন্তু এই সিদ্ধান্তে খুশি সমর্থকেরা।
বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই মানুষের ক্ষোভ তুঙ্গে ওঠে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ যে সংস্থা টিকিট বিক্রি করছে, তাদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ে টিকিট কাটতে গেলেও অনেকেই সফল হননি। সমাজমাধ্যমে আছড়ে পড়েছে ক্ষোভ। সেই বিতর্ক ধামাচাপা দিতেই নতুন করে টিকিট ছাড়ার সিদ্ধান্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সম্প্রতি একটি ওয়েবসাইটে রোহিত শর্মাদের সঙ্গে বাবর আজ়মদের ম্যাচের টিকিটের দাম উঠেছে ১৯.৫ লাখ টাকা। আর প্যাট কামিন্সদের সঙ্গে ম্যাচের টিকিটের দাম উঠেছে নয় লাখ টাকার বেশি। অনলাইনে যে সব টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল, সেই টিকিটগুলোই অন্য একটি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বিপুল চাহিদার সুবাদে টিকিটের দাম পৌঁছেছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কল্পনার বাইরে।
আমদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচের বিক্রি হয়ে যাওয়া টিকিট নতুন করে বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিটের দাম উঠেছে ১৯ লাখ ৫১ হাজার ৫৮০ টাকা। ডাক যোগে টিকিট পাঠানোর খরচ আলাদা ভাবে দিতে হবে ক্রেতাকে। অথচ এই টিকিটগুলির আসল দাম ৬০০০ টাকা। ভায়াগোগো নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে এমনই দাম উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের। ১৪ অক্টোবরের ম্যাচের ১০০টি টিকিট এখনও তাদের কাছে আছে বলে দাবি সংস্থাটির।