রবিবার বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়ে দেন রাহুলরা। ছবি: পিটিআই
কাতারে লিয়োনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। রবিবার এই ম্যাচের দিকেই তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ভারতীয় ক্রিকেটাররাও সেই তালিকার বাইরে নন। তাঁরাও দেখলেন মেসির বিশ্বকাপ জয়। ভারতীয় দলের একসঙ্গে খেলা দেখার ছবি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
রবিবার বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়ে দেন রাহুলরা। রোহিত শর্মার চোট থাকায় ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রাহুল জানিয়েছিলেন যে, পুরো ভারতীয় দল একসঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনাল দেখবে। সকলে আলাদা আলাদা দলের সমর্থক। কিন্তু একসঙ্গেই খেলা দেখবেন তাঁরা। সেই ছবি পোস্ট করল বোর্ড। দেখা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের পাশে বসে রয়েছেন শ্রেয়স আয়ার। কিছুটা দূরে বসে আছেন শুভমন গিল। রয়েছে খাবারের ব্যবস্থা। দলের আরও অনেককে বসে থাকতে দেখা যাচ্ছে ছবিতে।
বোর্ডের তরফে ছবি পোস্ট করে লেখা হয়, “শেষ মুহূর্তের নাটক। সকলে চিন্তিত।” ভারতীয় দল যে বিশ্বকাপ দেখবে তা জানিয়েছিলেন রাহুল। ম্যাচ শেষে তিনি বলেন, “ফুটবল বিশ্বকাপে কে কাকে সমর্থন করে তা আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি। কেউ ব্রাজিল ভক্ত, কেউ ইংল্যান্ডের। আজ যদিও তারা কাদের সমর্থন করবে জানি না। পাঁচ দিনের টেস্ট শেষ। আমরা ক্লান্ত। খেলা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল আমরা সবাই দেখব। আমরা ফুটবল ভালবাসি। আমরা ফুটবল খেলতেও ভালবাসি। আজ আমরা ভাগ হয়ে যাব।”
লিয়োনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। নিজেরা ম্যাচ জেতার পর এমন ম্যাচ উপভোগ করার সুযোগ খুব কমই আসে। সেটাই পেয়ে গেলেন শ্রেয়সরা।