ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।
জ়িম্বাবোয়ে সিরিজ়ের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। সে দেশে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ভারতীয় দল। সিরিজ় শুরুর ১৩ দিন আগে বদলে গেল সূচি। নতুন সূচি সমাজমাধ্যমে প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। সিরিজ় শুরু হওয়ার কথা ছিল ২৬ জুলাই থেকে। নতুন সূচি অনুযায়ী, এক দিন পর শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ়। ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে পরের দিন ২৮ জুলাই। তৃতীয় ২০ ওভারের ম্যাচটি হবে ৩০ জুলাই। প্রতিটি ম্যাচই হবে পাল্লেকেলে। ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
দু’দলের এক দিনের সিরিজ় শুরু হবে ২ অগস্ট থেকে। এক দিনের সিরিজ়ের তিনটি ম্যাচই হবে কলম্বোয়। দ্বিতীয় এক দিনের ম্যাচ হবে ৪ অগস্ট। দ্বিপাক্ষিক সিরিজ়ের শেষ ম্যাচ ৭ অগস্ট।
শ্রীলঙ্কা সফরেও বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিসিসিআই সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ড্য। এক দিনের ক্রিকেটে অধিনায়ক হতে পারেন লোকেশ রাহুল।