শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
টেস্ট সিরিজ় খেলে ভারত থেকে আমেরিকায় চলে গিয়েছেন শাকিব আল হাসান। দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। সেই সুযোগ তিনি পাবেন কিনা, তা এখনও সম্পূর্ণ নিশ্চিত নয়। তবে শাকিব যে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চান, তা আরও এক বার বুঝিয়ে দিলেন। দেশবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে বার্তা দিলেন।
শাকিবের ইচ্ছা বাস্তবায়িত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সচেষ্ট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাও চান, দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ পান শাকিব। একটি খুনের মামলায় শাকিবের নাম জড়িয়েছে। তাই দেশে গেলে তিনি কতটা আইনি সুরক্ষা পাবেন, তার সম্পূর্ণ নিশ্চয়তা কেউই দিতে পারেননি। স্বভাবতই কিছুটা হলেও দ্বিধায় রয়েছেন শাকিব। একই সঙ্গে তিনি আশাবাদীও।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার লিখেছেন, ‘‘আমার প্রতি আপনাদের আশীর্বাদ ও ভালবাসা আমাকে আজকের শাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন, শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁদের প্রতি এবং তাঁদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা জানাই। যদিও স্বজনহারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়। সংকটের সময়ে উপস্থিত না থাকায় যাঁরা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাঁদের অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা এবং এ জন্য আমি আন্তরিক দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো একই রকম হতাশ হতাম।’’
শাকিব আরও লিখেছেন, ‘‘আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতিতে যুক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান মাগুরার মানুষের উন্নয়নের জন্য। আপনারা জানেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনও দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা কঠিন। এলাকার উন্নয়ন করতে চাওয়াই আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। তবু আমার আসল পরিচয়, আমি বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটকেই ভালবেসেছি। বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন আপনারা। আপনাদের ভালবাসা এবং সমর্থন আমাকে আজকের শাকিব করেছে। আমি যখন দেশের জন্য ব্যাট ধরেছি তখন আমার সঙ্গে ব্যাট ধরেছেন আপনারা সকলে। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, সমর্থন আমাকে ভাল খেলার অনুপ্রেরণা দিয়েছে। ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনের ভিড় আমাকে শক্তি দিয়েছে। আমি জিতলে আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে হেরে গিয়েছেন আপনারা সবাই!’’
এর পরেই শাকিব নিজের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘‘আপনারা জানেন, কয়েক দিন পরেই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেটজীবনের শুরু থেকে আজকের শাকিব হয়ে ওঠা পর্যন্ত আপনারা পাশে ছিলেন। ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! আমার শেষ ম্যাচ, এই গল্পের শেষ অধ্যায়। আমি আপনাদের পাশে চাই। আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায়, সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাঁদের হাতের তালি আমায় ভাল খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায়, সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভাল খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে। আশা করি, শুধু আশা না বিশ্বাস করি এই বিদায়বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক আমি নই, আপনারা!’’
আগামী ২১ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে বাংলাদেশের। প্রথম টেস্ট হবে মিরপুরে। সেই ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান শাকিব।