Bangladesh Cricket

আইপিএলের মাঝে সিরিজ় খেলতে হঠাৎই ভারতে বাংলাদেশের ক্রিকেট দল!

আইপিএলের মাঝেই ভারতে সিরিজ় খেলতে এসেছে বাংলাদেশের ক্রিকেট দল। গত বুধবার মুম্বইয়ে পা দিয়েছে ১৬ সদস্যের দল। ১১ মে পর্যন্ত ভারতে থাকবে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৭:০১
Share:

বাংলাদেশ খেললে মাঠে হাজির হয়ে যান সে দেশের সমর্থকেরা। দলকে শেষ পর্যন্ত সমর্থন করেন তাঁরা। —ফাইল চিত্র

আইপিএল চলছে। তার মধ্যেই সিরিজ় খেলতে ভারতে এল বাংলাদেশের স্কুল ক্রিকেটের দল। বাংলাদেশে প্রাইম ব্যাঙ্ক স্কুল ক্রিকেট প্রতিযোগিতা থেকে বাছাই করা ক্রিকেটারদের নিয়ে এই দল তৈরি করা হয়েছে। এক দিনের ও তিন দিনের সিরিজ় খেলতে ভারতে এসেছে তারা।

Advertisement

বুধবার মুম্বইয়ে এসেছে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৬ এই ক্রিকেট দল। মুম্বইয়ের জিমখানা মাঠে মুম্বইয়ের অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে খেলবে তারা। দু’টি তিন দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলা হবে দু’দলের মধ্যে।

বাংলাদেশের যে দল ভারতে এসেছে সেই দলের প্রধান কোচ আব্দুল করিম খান জুয়েল, সহকারী কোচ কাজি ইমানুয়েল বাশার রিপন, ফিল্ডিং কোচ আরাফাত রহমান, ট্রেনার আনোয়ার হোসেন ও ফিজিয়ো খাইরুল বাশার।

Advertisement

২৮ এপ্রিল থেকে শুরু হবে প্রথম তিন দিনের ম্যাচ। দ্বিতীয় তিন দিনের ম্যাচ শুরু হবে ৩ মে থেকে। তার পরে ৮, ৯ ও ১১ মে তিনটি এক দিনের ম্যাচ খেলবে দু’দল। বাংলাদেশের ছোটদের ক্রিকেটকে আরও উন্নত করার জন্য এই পরিকল্পনা নিয়েছে তারা। পরবর্তী কালে আরও এ রকম সিরিজ় হবে বলে জানিয়েছেন অনূর্ধ্ব-১৬ দলের কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement