লিটন দাস। — ফাইল চিত্র।
পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ় জিতেছে বাংলাদেশ। কিন্তু লিটন দাস সেই জয় ভুলে গিয়েছে। তাঁর নজর এখন শুধুই ভারত সিরিজ়ে। ভারতে ব্যবহৃত ‘এসজি’ বল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। লিটনের মতে, ওই বলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন কাজ হতে চলেছে তাঁদের কাছে।
মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর লিটন বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে খুব ভাল খেলেছি আমরা। তবে সেটা অতীত। ভারতের বিরুদ্ধে খুব কঠিন একটা সিরিজ় খেলতে নামব আমরা। ক্রিকেটার হিসাবে আমি পাকিস্তান সিরিজ়ের কথা ভুলে গিয়েছি। তবে নিঃসন্দেহে আত্মবিশ্বাস পেয়েছি আমরা।”
বাংলাদেশ সাধারণত কোকাবুরা বলে খেলে অভ্যস্ত। কিন্তু ভারতে এসে এসজি বলে খেলতে হবে। তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন লিটন। বলেছেন, “ভারত বড় দল। ওখানে আলাদা বলে খেলতে হবে। আমরা সেই বলে খুব একটা খেলি না। বেশ কঠিন হতে চলেছে ব্যাপারটা। সবাই এটা নিয়ে বাড়তি অনুশীলন করছে।”
লিটন আরও বলেছেন, “নতুন থাকার সময় কোকাবুরা বলে খেলা বেশ কঠিন। কিন্তু পুরনো হয়ে গেলে খেলা বেশ সহজ। এসজি-র ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। নতুন বলে খেলা সহজ। কিন্তু বল পুরনো হয়ে গেলেই মুশকিল। আমরা অনুশীলন করছি। দেখা যাক কী হয়।”
বাংলাদেশের ওপেনারের মতে, তাঁরা প্রতিটি সেশন ধরে এগোনোর পরিকল্পনা করছেন। লিটনের কথায়, “টেস্টে প্রতিটা সেশন গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ভাবে বলছি, আমরা প্রথম সেশন খুব ভাল খেলতে পারি না। সেটা নিয়ে অনেক খাটতে হবে।”