Shakib Al Hasan

বল করতে পারবেন না শাকিব, ইংল্যান্ডের সব প্রতিযোগিতায় নিষিদ্ধ তাঁর বোলিং

ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশের অলরাউন্ডার। তাঁর বোলিং অ্যাকশন ঠিক নয় বলে মন করছে ইসিবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:২৯
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

শাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশের অলরাউন্ডার। তাঁর বোলিং অ্যাকশন ঠিক নয় বলে মনে করছে ইসিবি।

Advertisement

ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা বলেন, “ইসিবি একটা পরীক্ষা চালায়। তাতে শাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয় বলে দেখা গিয়েছে। তাই ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না শাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি খেলায় বাংলাদেশি ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা করা হয়। গত সেপ্টেম্বরে ছিল ম্যাচটি।”

নিয়ম অনুযায়ী বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙবে না। কিন্তু শাকিবের কনুই তার চেয়ে বেশি ভাঙছে। সেই কারণেই নিষিদ্ধ করা হল তাঁকে। আবার পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই ফের বল করার সুযোগ পাবেন শাকিব।

Advertisement

কাউন্টিতে একটি ম্যাচই খেলেছিলেন শাকিব। সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে একটি ইনিংসে ১২ এবং অন্য ইনিংসে শূন্য করেছিলেন শাকিব। ফলে তিনি বল করতে না পারলে কাউন্টি ক্রিকেটে খেলার আদৌ সুযোগ পাবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement