কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০২৪ সালের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্নের নম্বর দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, সব পরীক্ষার্থীকেই ওই প্রশ্নগুলির জন্য বরাদ্দ নম্বর দিতে হবে কমিশনকে এবং এর ফলে যাঁরা পরীক্ষায় পাশ করবেন তাঁদের পরবর্তী ধাপের জন্য সুযোগ দিতে হবে।
মাদ্রাসা সার্ভিস কমিশনের ওই পরীক্ষায় ২৭টি পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্নের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হন ১৯ জন পরীক্ষার্থী। মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ আদালতে অভিযোগ করেন, কমিশনের ভুলে ৪৭টি শূন্যপদে মাত্র আট জন দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। কোর্ট কমিশনের কাছে তথ্য চেয়েছিল।
এ দিন মাদ্রাসা সার্ভিস কমিশনের কৌঁসুলি প্রতীক ধর কোর্টে জানান, ২৭টি পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্নের মধ্যে আটটির নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে। বাকি ১৯টির নম্বরও দেওয়া হবে। বিচারপতি ভট্টাচার্য বরাদ্দ নম্বর দেওয়া ও তার ভিত্তিতে পাশ করলে পরের ধাপে সুযোগের নির্দেশ দেন।