Shohely Akhter Handed Ban

ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার শাস্তি, বাংলাদেশের মহিলা ক্রিকেটারকে পাঁচ বছর নিষিদ্ধ করল আইসিসি

২০২৩ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সোহেলি আক্তারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। তদন্তকারীদের সামনে সব অভিযোগ স্বীকার করে নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৪
Share:

সোহেলি আক্তার। ছবি: এক্স (টুইটার)।

কয়েক দিন আগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। একই অভিযোগে সে দেশের মহিলা ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অফ স্পিনার সোহেলির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল।

Advertisement

৩৬ বছরের সোহেলির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করেছিল আইসিসি। তদন্তকারীদের কাছে নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। ২০২৩ সালের বিশ্বকাপ চলার সময় বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল দুই ক্রিকেটারের টেলিফোনের কথপোকথন সম্প্রচার করেছিল। লতা মন্ডল নামে বাংলাদেশের আর এক ক্রিকেটার সোহেলিকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়।

আইসিসির দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করেছেন সোহেলি। তার মধ্যে রয়েছে কোনও পক্ষের সঙ্গে চুক্তি করে ম্যাচের ফল প্রভাবিত করা। আন্তর্জাতিক ম্যাচে ইচ্ছে করে খারাপ পারফর্ম করা। ম্যাচের ফল প্রভাবিত করার জন্য অনুরোধ, প্রলোভন দেখানো, প্ররোচিত করার মতো অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। ম্যাচের ফল প্রভাবিত করার বিনিময়ে কোনও কিছু গ্রহণ করা, ষড়যন্ত্রের অভিযোগও ছিল। গড়াপেটার প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানো, তদন্তের কাজ শ্লথ করানোর চেষ্টা এবং প্রমাণ নষ্টের অভিযোগও মেনে নেন সোহেলি।

Advertisement

আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সোহেলি। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তাঁর শাস্তির মেয়াদ। আগামী পাঁচ বছর কোনও ধরনের ক্রিকেটের সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকতে পারবেন না তিনি। সোহেলিকে নিষিদ্ধ করার বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। বিসিবির কর্তা এবং বাংলাদেশের মহিলা ক্রিকেট বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদিন বলেছেন, ‘‘সোহেলি শাস্তি মেনে নিয়েছেন। তাই আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তি প্রয়োগ করা হবে।’’ বাংলাদেশের হয়ে দু’টি এক দিনের ম্যাচ এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেলি। ২০১৩ সালে তাঁর অভিষেক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement