Novak Djokovic Eyes on 100th Title

ফিট জোকোভিচ, ফেব্রুয়ারিতেই ফিরছেন কোর্টে, শততম খেতাব জিততে চান কাতারে

বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাবের সামনে নোভাক জোকোভিচ। এই কৃতিত্ব রয়েছে শুধু জিমি কোনর্স এবং রজার ফেডেরারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১
Share:
picture of Novak Djokovic

নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।

চোটের জন্য অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনাল ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে বেশি দিন তাঁকে কোর্টের বাইরে থাকতে হচ্ছে না। ফেব্রুয়ারিতেই কাতার ওপেনে খেলবেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ১০০তম খেতাব জেতার অপেক্ষায় বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়।

Advertisement

চোট সারিয়ে ফিট জোকোভিচ। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া কাতার ওপেনে খেলার কথা জানিয়েছেন জোকার। চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ টাই খেলতে পারেননি জোকোভিচ। কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জোকোভিচের। ২০১৬ এবং ২০১৭ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে জোকোভিচ বলেছেন, ‘‘আমার পেশিতে এখন আর কোনও সমস্যা নেই। চোট প্রায় ১০০ শতাংশ সেরে গিয়েছে। চিকিৎসক অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছেন। প্রস্তুতি নিতে কোনও সমস্যা নেই। পরিশ্রম করার জন্য আমি প্রস্তুত। আরও জয়ই লক্ষ্য।’’

Advertisement

চোট নিয়ে জোকার আরও বলেছেন, ‘‘দ্রুত সুস্থ হতে পেরেছি। টেনিসজীবনের প্রথম ১৫ বছরের তুলনায় এখন বেশি চোট পাচ্ছি। সম্ভবত বয়স বাড়ার জন্যই এত চোট লাগছে। তবে আমার শরীর এখনও আমার কথা শোনে। ভিতরে এখনও আগুন জ্বলছে। আরও সাফল্য অর্জন করতে চাই।’’

বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাব জয়ের সামনে জোকোভিচ। জিমি কোনর্স (১০৯টি খেতাব) এবং রজার ফেডেরার (১০৩টি খেতাব) ছাড়া আর কারও এই কৃতিত্ব নেই। কাতারেই মাইলফলক স্পর্শ করতে চান জোকোভিচ। তিনি বলেছেন, ‘‘আশা করছি দোহাতেই শততম খেতাব জিততে পারব। দীর্ঘ দিন ধরে এই স্বপ্নটাকে তাড়া করছি। তবে যখন হওয়ার তখনই হবে।’’ জোকোভিচ বুঝিয়ে দিয়েছেন শততম খেতাবের কথা মাথায় রেখে নিজেকে অযথা চাপে ফেলতে চান না। ২০২৩ সালের পর কোনও গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হতে না পারা জোকার এখনই চেষ্টা ছাড়তে রাজি নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement