India Vs Bangladesh

গোয়ালিয়রের পিচেও ঘূর্ণি আশা করছে বাংলাদেশ, ম্যাচের আগে স্টেডিয়াম ঘিরে কড়া নিরাপত্তা

রবিবার শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ়‌। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও স্টেডিয়ামে প্রথম বার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের পিচ মন্থর হবে বলে মনে করছে বাংলাদেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১৭:২৭
Share:

গোয়ালিয়রে শনিবার বাংলাদেশের অনুশীলন। ছবি: সমাজমাধ্যম।

রবিবার শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ়‌। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও স্টেডিয়ামে প্রথম বার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের পিচ মন্থর হবে বলে মনে করছে বাংলাদেশ। ম্যাচ ঘিরে নিরাপত্তাও কড়াকড়ি করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Advertisement

মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয় শনিবার বলেছেন, “টি-টোয়েন্টি ম্যাচ রানের খেলা। প্রতিটা দলই রান করতে চায়। তবে এখানে আগে কোনও ম্যাচ হয়নি। নতুন মাঠ। জানি না পরিবেশ কেমন থাকবে। অনুশীলনের পিচ দেখে মনে হয়েছে মন্থর হবে। তাই এ ধরনের উইকেটে বড় রান হওয়া মুশকিল। আইপিএলেরও কোনও ম্যাচ হয়নি যে দেখে বুঝব।”

টেস্ট সিরিজ়ে হারলেও টি-টোয়েন্টি সিরিজ়‌ জিততে মরিয়া বাংলাদেশ। তবে শাকিব আল হাসানকে যে মিস্ করবেন তা জানিয়েছেন হৃদয়। বলেছেন, “চাপ সব সময়েই থাকবে। সেটা মাথায় রাখলে ভাল খেলতে পারবেন না। তাই কী ভাবে ভাল খেলতে পারি সেটা নিয়েই ভাবছি। শাকিব ভাইকে নিঃসন্দেহে মিস্ করব। তবে এক দিন সবাইকেই চলে যেতে হয়। আমরা জিততে পারব বলে আশাবাদী।”

Advertisement

শুক্রবার বাংলাদেশ দলের নমাজ পড়তে যাওয়ার কথা ছিল মোতি মসজিদে। নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা। কিন্তু বাংলাদেশ মসজিদে যায়নি। গোয়ালিয়রের জ়‌োন ইনস্পেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা সংবাদ সংস্থাকে বলেছেন, “আমরা নিরাপত্তার ব্যবস্থা রাখলেও বাংলাদেশ দল আসেনি। কেউ হুমকিও দেয়নি। তবু হয়তো দলের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্টেডিয়ামের আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রবিবার দুপুর ২টো থেকে রাস্তায় আড়াই হাজার পুলিশ কর্মী থাকবেন ম্যাচের শেষ হওয়া পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement