শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বাইরে শাকিব আল হাসান। মাঝে ভারতে খেলতে এসে আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এক দিনের ক্রিকেটকে বিদায় জানাতে চান। আর নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দেশের মাটিতে। সেটা যদি সম্ভব না হয় তা হলে আর লাল বলের ক্রিকেটে দেখা যাবে না শাকিবকে। সত্যিই কি আর বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে না শাকিবকে? সেই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ।
ফারুকের দাবি, শাকিবের খেলা নিয়ে কোনও সমস্যা না থাকলেও এখন আর দেশের হয়ে খেলার মানসিকতা নেই তাঁর। ফারুক বলেন, “বিদেশের লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। জাতীয় দলের একটা ভারসাম্য থাকে। আমার মনে হয় শাকিবের আর দেশের হয়ে খেলার মানসিকতা নেই। যদিও আমরা পুরো সিদ্ধান্ত শাকিবের উপরেই ছেড়ে দিয়েছি। ও চাইলে খেলবে।”
শাকিবের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে বাংলাদেশে। তার পর থেকে আর দেশে ফেরেননি তিনি। পাকিস্তানে টেস্ট সিরিজ় চলাকালীন শোনা গিয়েছিল, শাকিবকে দেশে ফেরত পাঠানো হতে পারে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। আইনি জটিলতার কারণেই শাকিবের দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার ইচ্ছা ধোয়াঁশায় রয়েছে বলে জানিয়েছেন ফারুক। ক্রিকেট বোর্ডের তাতে কোনও হাত নেই।
ফারুক বলেন, “শাকিবকে নিয়ে আমি নিশ্চিত কোনও জবাব দিতে পারব না। আমি চাই ও খেলুক। কিন্তু ওর না খেলার সঙ্গে দেশের ক্রিকেট বোর্ডের কোনও সম্পর্ক নেই। আইনি জটিলতা রয়েছে। তাই আমার পক্ষে এই বিষয়ে কোনও জবাব দেওয়া সম্ভব নয়।” শাকিব এখন আবুধাবিতে টি১০ লিগ খেলছেন। তবে তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে যে এখনও সংশয় রয়েছে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের কথায় স্পষ্ট।