শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
শাকিব আল হাসান কি আর ক্রিকেট খেলতে পারবেন? বাংলাদেশের অধিনায়কের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা, সংশয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজ়ি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
শাকিব বিপিএল খেলেন রংপুর রাইডার্সের হয়ে। তবে সুযোগ পেলে সালাউদ্দিনের কাছে ব্যাটিং অনুশীলন করেন শাকিব। দিন কয়েক আগেও সালাউদ্দিনের সঙ্গে বেশ কিছু ক্ষণ সময় কাটিয়েছেন। তা নিয়েই প্রশ্ন করা হয় সালাউদ্দিনকে। বাংলাদেশের সংবাদ পত্র ‘প্রথম আলো’ প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন জানিয়েছেন, ‘‘আমার আর শাকিবের মধ্যে ক্রিকেটের বাইরেই বেশি কথা হয়। ক্রিকেট নিয়ে খুব কম কথা আমাদের। আমাদের সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়েই বেশি কথা হয় দু’জনের। শাকিবের সঙ্গে আমার যে কথা হয়েছে, তা প্রকাশ করা উচিত হবে না।’’ এর পর তাঁকে শাকিবের ব্যাটিং সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়। সালাউদ্দিন বলেন, ‘‘শাকিব ব্যাটিং করতে না পারলে আর ক্রিকেট খেলবে না। তবে আশা করা হচ্ছে, ব্যাটিং করতে ওর সমস্যা হবে না। সে জন্যই এখনও খেলছে।’’
গত বিশ্বকাপের সময় থেকে চোখের সমস্যায় ভুগছেন শাকিব। তাঁর রেটিনায় সমস্যা হয়েছে। ডাক্তারি পরিভাষায় শাকিবের সমস্যাটির নাম এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরিয়স কোরিয়োরেটিনোপ্যাথি। এটি স্নায়ুর সমস্যা। এই সমস্যায় দেখতে অসুবিধা হয়। শাকিবও ব্যাট করার সময় বল দেখতে পাচ্ছেন না ঠিক মতো। সব জায়গায় এই সমস্যার চিকিৎসার সুযোগ পাওয়া যায় না। বিশ্বকাপের সময় ভারতে দু’জন চিকিৎসককে দেখিয়েছিলেন শাকিব। পরে দেশে ফিরে ঢাকায় দু’জন চিকিৎসককে দেখান। সমস্যা না কমায় বিপিএল শুরুর আগে লন্ডনে গিয়েছিলেন চোখ দেখাতে। সেখানকার চিকিৎসককে দেখিয়েও তেমন উপকৃত হননি। তাই বিপিএলের মাঝে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার।
জানা গিয়েছে, বল করতে সমস্যা না হলেও ব্যাট এবং ফিল্ডিং করতে সমস্যা হচ্ছে শাকিবের। সিঙ্গাপুরের চিকিৎসকেরা জানিয়েছেন, সমস্যা খুব জটিল নয়। চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন। কিন্তু এখনও তেমন সুফল পাননি শাকিব। তাই ঠিক মতো ব্যাট করতে পারছেন না। সূত্রের খবর, চোখ নিয়ে কিছুটা উদ্বিগ্ন শাকিব। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। না হলে প্রিয় ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হবেন ৩৬ বছরের অলরাউন্ডার।