Babar Azam

Babar Azam: ফিল্ডিংয়ের সময়ও গ্লাভস! ফের বিতর্কে পাকিস্তান অধিনায়ক বাবর

ক্রিকেটের নিয়ম অনুযায়ী উইকেটরক্ষক ছাড়া কেউ গ্লাভস বা প্যাড পরে ফিল্ডিং করতে পারেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তা করেই বিতর্কে পাক বাবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৩:০২
Share:

বাবর আজম। ফাইল ছবি।

আবার বিতর্কে জড়ালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে উইকেটরক্ষকের গ্লাভস পরে ফিল্ডিং করে বিতর্কে জড়ালেন তিনি।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বাবর ব্যবহার করেন উইকেটরক্ষকের গ্লাভস। যা ক্রিকেটের নিয়ম বিরুদ্ধ। শাস্তি হিসেবে পাকিস্তানের পাঁচ রান পেনাল্টি হয়। তাতে অবশ্য আয়োজকদের জয় আটকায়নি। ক্যারিবিয়ানদের ১০২ রানে হারিয়ে দেয় বাবরের দল।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারে। ক্রিকেটের নিয়মের ২৮.১ ধারা অনুযায়ী উইকেটরক্ষক ছাড়া কোনও ফিল্ডার গ্লাভস বা প্যাড ব্যবহার করতে পারেন না। বাবর সে সময় স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন। ব্যাট করছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আলজারি জোসেফ। তাঁর মারা বল ডান হাতে উইকেটরক্ষকের গ্লাভস পরে ধরেন বাবর। সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়াররা তাঁকে সতর্ক করেন। নিয়ম লঙ্ঘনের জন্য পাকিস্তানকে পাঁচ রান পেনাল্টি দেন তাঁরা।

Advertisement

বাবর এই প্রথম বিতর্কে জড়ালেন না। গত মে মাসে নিজের ভাই সাফির আজমকে লাহৌরের হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের জন্য নিয়ে আসেন। সাফির নেটে ব্যাটও করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারও আগে ২০২১ সালে বাবরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement