—ফাইল চিত্র
অজিঙ্ক রহাণের নেতৃত্বে ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল ভারত। সেই আনন্দের মাঝেও একটা কাঁটা রয়ে গিয়েছে রহাণের মনে। সেটি হল প্রথম টেস্টে বিরাট কোহলীকে রান আউট করা। চার জন্য তখনই কোহলীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রহাণে। কিন্তু এখনও নিজেকে অপরাধী মনে করছেন তিনি।
ভারতের সিরিজ শুরু হয়েছিল অ্যাডিলেডে। গোলাপি বলের সেই টেস্টে হেরে যায় ভারত। বিরাট শুধু প্রথম টেস্টটি খেলেছিলেন। সেই টেস্টে প্রথম ইনিংসে ৭৪ রানে ব্যাট করার সময় রান আউট হয়ে যান বিরাট। ক্রিজের উল্টো দিকে ছিলেন রহাণে। দু’জনের জুটি অস্ট্রেলিয়াকে সেই ম্যাচে প্রায় ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কিন্তু ওই রান আউটের পরেই ভারতের সব প্রতিরোধ ভেঙে যায়। সেই ঘটনার কথা ভুলতে পারেননি রহাণে।
ভারত-অস্ট্রেলিয়ার সেই সিরিজ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছে। ১৬ জুন সেটি মুক্তি পাবে। সেখানে রহাণে বলেন, “আমার মনে হয় না ওই ঘটনা কোনও দিন ভুলতে পারব। বল আমার ব্যাটে কতটা ভাল লেগেছিল সেটা বুঝতে পারিনি। ভেবেছিলাম এক রান নেওয়া যাবে। সেই ভেবে কয়েক পা এগিয়ে যাই। কিন্তু সেই সময় দেখি জস হ্যাজেলউড বল ধরে ফেলেছে। সঙ্গে সঙ্গে বিরাটকে আসতে বারণ করি। তত ক্ষণে যা বিপদ হওয়ার হয়ে গিয়েছে। বিরাট ক্রিজে ফিরতে পারেনি। রান আউট হয়ে যায় ও। ম্যাচের মোড় ঘুরিয়ে দিল ওটা। আমি সঙ্গে সঙ্গে বিরাটের কাছে ক্ষমা চেয়েছিলাম।”
দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬ রানে শেষ হয়ে যায়। হেরে যায় সেই টেস্ট। পরের তিনটি টেস্টের মধ্যে একটি ড্র হয় এবং বাকি দু’টি টেস্ট জিতে নেয় ভারত। সেই সিরিজও জেতে তারা।
সে বার কোহলী শুধু প্রথম টেস্টটি খেলেছিলেন। তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতেছিলেন রহাণে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।