টসে হেরে প্রথমে ব্যাট করবেন বাবররা। ছবি: টুইটার থেকে।
টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করবে পাকিস্তান। রাতের খেলায় পরে ব্যাট করা সুবিধাজনক হলেও তাতে বিশেষ সমস্যা হবে না বলেই জানালেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি জানিয়েছেন, দুবাইয়ের চেনা পিচে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তাঁরা।
টসে হেরে বাবর বলেন, ‘‘যতটা সম্ভব বড় রান তোলার চেষ্টা করব। নিজেদের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখছি। দুবাই আমাদের কাছে নিজের পাড়ার মতো। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। এ রকম একটি দলের অধিনায়ক হতে পেরে গর্বিত।’’
প্রথম সেমিফাইনালেও দেখা গিয়েছে টসের গুরুত্ব। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড বড় রান তুললেও এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে গিয়েছে নিউজিল্যান্ড। শেষ দিকে ইংল্যান্ডের বোলারদের দেখে বোঝা যাচ্ছিল বল করতে সমস্যা হচ্ছে তাঁদের। চলতি বিশ্বকাপে দুবাইয়ে পরে ব্যাট করা দল ১১টির মধ্যে ১০টি ম্যাচ জিতেছে। এখন দেখার সেই পরিসংখ্যান পাকিস্তান বদলাতে পারে কি না।